East Bengal: দলে ফিরতে পারেন লাল-হলুদের এই তারকা ফুটবলার

আজ ঘন্টাকয়েক পরেই নিজেদের ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। গতবারের মতো দুই…

Borja Herrera, VP Suhair

আজ ঘন্টাকয়েক পরেই নিজেদের ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। গতবারের মতো দুই দলের অবস্থাই যথেষ্ট তথৈবচ। নতুন করে শুরু করার ভাবনা থাকলেও ম্যাচ এগোনোর সাথে সাথে নাস্তানাবুদ হতে হয়েছে তাদের দুই দলকে। তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই দুই দলের। আজ জিতলে যেমন ছন্দে ফিরবে দুই দল। ঠিক তেমনই লিগ টেবিলের উপরে ওঠার সুযোগ থাকবে তাদের। গত অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন দলের বিপক্ষে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। যা নিয়ে হতাশ সকলেই। তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই থাকবে তাদের।

অন্যদিকে, জয় নিয়ে পরবর্তীর জন্য স্থান মজবুত করার লক্ষ্য থাকবে নর্থইস্ট ইউনাইটেডের। তবে এই ম্যাচের জন্য সবচেয়ে খুশির খবর হল চোট সারিয়ে ফিরতে চলেছেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। যারফলে, আজ ঘরের মাঠে তার প্রথম একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। বোরহার উপস্থিত লাল-হলুদের মাঝমাঠে যে অনেকটাই শক্তি বৃদ্ধি করবে তা কিন্তু বলাই চলে।

এবার একবার দেখে নেওয়া যাক প্রতিপক্ষ এই দলের বিপক্ষে ঠিক কেমন একাদশ সাজাতে পারেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। প্রত্যেকবার মতো আজও গোলকিপার হিসেবে থাকতে পারেন তরুণ তারকা প্রভসুখন গীল। পাশাপাশি দলের রক্ষনভাগে থাকতে পারেন দাপুটে বিদেশী হিজাজি মাহের ও তরুণ প্রতিভা লালচুংনুঙ্গা। এছাড়াও দুই দিকে থাকতে পারেন মন্দাররাও দেশাই ও হরমনজোত সিং খাবরা।

অন্যদিকে, মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকতে পারেন সাউল ক্রেসপো ও বাঙালি তারকা সৌভিক চক্রবর্তী। কিছুটা ডিফেন্সিভে থাকতে পারেন বোরহা হেরেরা। সেইসাথে দুই উইংয়ে থাকতে পারেন নাওরেম মহেশ সিং ও নন্দকুমার শেখর। এছাড়া ফরোয়ার্ড থাকতে পারেন কুয়াদ্রাতের পুরোনো ছাত্র ক্লেটন সিলভা।