Mohun Bagan: বাগান থেকে বিদায় নিচ্ছেন গ্লেন মার্টিনস? সামনে এল নয়া তথ্য

চলতি মরশুমের শুরুটা যথেষ্ট ভালো করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। গতবারের আইএসএল জয়ের পর এবছর ময়দানের অন্যতম প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে…

ATK Mohun Bagan picked up Glan Martins from FC Goa

চলতি মরশুমের শুরুটা যথেষ্ট ভালো করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। গতবারের আইএসএল জয়ের পর এবছর ময়দানের অন্যতম প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল আপামর বাগান জনতার মধ্যে। তারপর সেই ধারা বজায় রেখেই আইএসএলের নতুন মরশুম শুরু। প্রথম ম্যাচে রাউন্ড গ্লাস পাঞ্জাব দলকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের সূচনা। তারপর একের পর এক ম্যাচ জয়। তবে পরবর্তীতে সেই ট্রেন্ড এএফসি কাপের শুরুতে বজায় থাকলেও শেষ রক্ষা হয়নি। প্রথম লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থান বজায় রাখলে ও আটকে যেতে হয়েছিল বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের বিপক্ষে। গোলশূন্য ছিল সেই ম্যাচের ফলাফল। তবে দ্বিতীয় লেগেই ঘটে যায় অঘটন।

বাংলাদেশের দল বসুন্ধরা কিংসের ঘরের মাঠ অর্থাৎ কিংস এরিনায় এগিয়ে থেকে ও পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রবিনহো। তাদের এই পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছিল দলের সমর্থকদের। তবে এরপরে ও এএফসি কাপের আশা ছিল মোহনবাগানের। তবে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে বিরাট ব্যবধানে পরাজিত হওয়ার দরুণ এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় বাগান ব্রিগেডকে। বর্তমানে আইএসএলের লিগ শিল্ড জয়ের দিকেই নজর তাদের সকলের। সেই মতো এখনো পর্যন্ত আইএসএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহনবাগান। গত ম্যাচে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে দুর্বল হায়দরাবাদের বিপক্ষে জয় পেয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

তবে চলতি মরশুমের শুরু থেকেই বারংবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বাগান তারকা গ্লেন মার্টিনসকে। সময় যত এগিয়েছে ততই যেন সমর্থকদের কাছে অপ্রিয় হয়ে উঠছেন এই গোয়ান ফুটবলার। তবে বাগান কোচ হুয়ান ফেরেন্দো প্রত্যেক ম্যাচে তাকে সুযোগ দিলেও নিজের নামের প্রতি সুবিচার করতে যেন ব্যর্থ থেকেছেন সবুজ-মেরুনের এই ফুটবলার।

এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি এই তরুণ ফুটবলারকে রিলিজ করতে চলেছে কলকাতার এই প্রধান। যা নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছিল অনেকে। তবে এবার বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এখনো পর্যন্ত নাকি গ্লেন মার্টিনসকে রিলিজ করার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই বাগান ম্যানেজমেন্টের। তবে আসন্ন উইন্ডোতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি না পেলে হয়ত মোহনবাগানেই থেকে যাবেন এই গোয়ান ফুটবলার।