Mohun Bagan: অবশেষে অনুশীলনে ফিরলেন সবুজ-মেরুনের দুই তারকা ফুটবলার

Mohun Bagan, Vishal Kaith, Subhasish Bose

দিনচারেক আগেই এএফসি এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারতীয় ফুটবল দল। বছর কয়েক আগে থেকেই এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে দেশের ফুটবলপ্রেমী মানুষেরা যথেষ্ট আশাবাদী থাকলেও পরবর্তীতে ম্যাচ এগোনোর পর থেকে বদলে গিয়েছে গোটা চিত্রটা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে উজবেকিস্তান হোক কিংবা সিরিয়া প্রত্যেক ম্যাচেই কার্যত ধরাশায়ী হতে হয়েছে ব্লু টাইগার্সদের।

Advertisements

অস্ট্রেলিয়া ভারতীয় ফুটবল দল অপেক্ষা যথেষ্ট শক্তিশালী থাকলেও শুরুতে খুব একটা প্রভাব ফেলা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে দ্বিতীয়ার্ধে মোট দুবার সুযোগ পায় অস্ট্রেলিয়া। সেখান থেকে আসে দুটো গোল। তারপর আর ম্যাচে ফেলা সম্ভব হয়নি ভারতের পক্ষে। উজবেকিস্তান ম্যাচে ও খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি স্টিমাচের ছেলেদের।

তবুও শেষ ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। আসলে এই ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকতো সুনীলদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই ম্যাচ পরাজিত হতেই একেবারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয় সুনীলদের। যার দরুন দেশে ফিরে এবার নিজেদের ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে দলের ফুটবলাররা। গত ২৬ তারিখ দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গা। সব ঠিকঠাক থাকলে আগামীকাল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে মাঠে নামতে পারেন দুজনেই। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। অন্যদিকে ওডিশার সঙ্গে যুক্ত হয়েছেন অমরিন্দর সিং।

Advertisements

তবে এবার ময়দানে আরেক প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস দলের সঙ্গে যুক্ত হলেন গোলরক্ষক বিশাল কায়েথ এবং অধিনায়ক শুভাশিস বোস। আজ থেকেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন দুজনে। যার দরুন, আগত ইন্ডিয়ান সুপার লিগের ডার্বিতে এই দুই ফুটবলারকেই পাবে সবুজ-মেরুন ব্রিগেড। তাদের উপস্থিতিতে দল যে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তা কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে বুমোস-কামিন্সদের আটকাতে গিয়ে কার্যত নাজেহাল দশা হতে পারে লাল-হলুদের।