HomeSports NewsPAK vs NZ, T20 World Cup: কিউইদের বিরুদ্ধে পাকিস্তানের জয়

PAK vs NZ, T20 World Cup: কিউইদের বিরুদ্ধে পাকিস্তানের জয়

Published on

- Advertisement -

Sports Desk: ৫ উইকেটে জয় পেল পাকিস্তান। শোয়েব মালিক ২০ বলে ২৬ এবং আসিফ আলি ১২ বলে ২৭ রানে দুজনেই নট আউট।১৮.৪ ওভারে পাকিস্তানের ১৩৫ রান ৫ উইকেট খুঁইয়ে। নিউজিল্যান্ড করেছিল১৩৪ রান ৮ উইকেট হারিয়ে। শোয়েব আসিফ জুটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে ক্লিক করে গেল টি-২০ বিশ্বকাপের নক আউটে৷

পাকিস্তান টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। হারিস রউফের চার উইকেট নেয়, ২২ রান দিয়ে। গুপ্তিল,কনওয়ে,ফিলিপস, স্যান্টনার রউফের শিকার। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়মসন রান আউট ২৫ রানে হাসান আলির থ্রো’তে।

শাহিন আফ্রিদি,ইমাদ ওয়াসিম,হাফিজ ১ টি করে উইকেট পেয়েছে। মার্টিন গুপ্তিল ১৭, নিউজিল্যান্ডের হয়ে মিচেল ২৭,কনওয়ে ২৭ রান করেছে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৩৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫.১ ওভারে অধিনায়ক বাবর আজমকে হারায়,পাকিস্তান ২৮ রানে ১ উইকেট তখন, বাবরের সংগ্রহ ৯ রান। ফখর জামান এলবিডব্লু হন ১১ রানের মাথায়, সোধির বলে। পাকিস্তানের হয়ে মহম্মদ রিজওয়ান ৩৩, মহম্মদ হাফিজ ১১, ইমাদ ওয়াসিম ১১ রান করেন। শেষে শোয়েব মালিক আর আসিফ আলি জুটি বেঁধে পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌছে দেয় অপরাজিত থেকে।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাট করতে আসে এবং ম্যাচ কিউইদের নিয়ন্ত্রণে ছিল। ১০.৬ ওভারে মহম্মদ হাফিজ আউট হয়,পাকিস্তানের স্কোর তখন ৬৩ রান, তিন উইকেট হারিয়ে।১১.৪ ওভারে মহম্মদ রিজওয়ান আউট হয়, ৬৯ রান পাকিস্তানের ৪ উইকেটের বিনিময়ে। পাকিস্তানের ঘাড়ে জোরে জোরে নিশ্বাস নিচ্ছে নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারে ইমাদ ওয়াসিম আউট হতেই(৮৭/৫) শোয়েব-আসিফ যুগলবন্দী গড়ে ওঠে।১৭.৩ ওভারে স্যান্টনারের ডেলিভারি এবং ১৮.৪ ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি, দুটো ডেলিভারি নিউজিল্যান্ডের আশায় জল ঢেলে দিয়ে, ম্যাচ পাকিস্তানের দিকে ঢুলে পড়ে। শোয়েব মালিক আসিফ আলি জুটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের ফলে ভারতের সামনে টি -২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ভারতের দ্বিতীয় ম্যাচ ৩১ জুলাই, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে, নক আউট স্টেজে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ