Transfer window : ‘পুনর্জন্ম’ পাওয়া বিদেশি স্ট্রাইকার ভারতীয় ক্লাবে

Transfer window: ভাগ্য পরখ করে দেখতে চাইছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব (Bengaluru FC)? সম্প্রতি নতুন বিদেশি স্ট্রাইকার দলে নিশ্চিত করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব।

curtis main

Transfer window: ভাগ্য পরখ করে দেখতে চাইছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব (Bengaluru FC)? সম্প্রতি নতুন বিদেশি স্ট্রাইকার দলে নিশ্চিত করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। ফুটবল প্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ এই স্ট্রাইকারের গোল করার রেকর্ড একেবারেই বলার মতো নয়।

মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে নতুন বিদেশি ফুটবলার নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমে ইংরেজ স্ট্রাইকারের আগমনের কথা জানিয়েছে বেঙ্গালুরু এফসি। ক্লাবে নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের একাধিক দলে খেলা কর্তিস মেইন। আসন্ন মরসুমে তিনিই হতে চলেছেন বেঙ্গালুরু এফসির আক্রমণভাগের কাণ্ডারি। পরবেন ৯ নম্বর জার্সি। যদি ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকেই এই ঘোষণায় ভ্রূ কুঞ্চিত করছেন।

ইন্ডিয়ান সুপার লীগ কিংবা আই লীগেও বিশ্ব মানের একাধিক খেলোয়াড় খেলে গিয়েছেন, আগামী মরসুমেও খেলতে দেখা যাবে। সেখানে এই ইংরেজ স্ট্রাইকার কর্তিস মেইনের কেরিয়ারের অধিকাংশ অংশ চোখে পড়ার মতো নয়। স্ট্রাইকার সুলভ নয় পরিসংখ্যান। একাধিক ক্লাবে খেলেছেন, কিন্তু গোল করেছেন নামমাত্র। সিনিয়র কেরিয়ারের অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন ডার্লিংটনের ফুটবল ক্লাবে। ৬১ ম্যাচে করেছিলেন মাত্র ৫ গোল। এরপর একাধিক ক্লাব বদল করলেও মোট ম্যাচ এবং সেই ক্লাবের হয়ে মোট গোল করার শতকরা নম্বর খুব একটা বদলায়নি।

কেন বলা হচ্ছে ‘পুনর্জন্ম’ পাওয়া বিদেশি স্ট্রাইকার? ২০২১-২৩ , মাঠে সেরা সময় কাটিয়েছেন কর্তিস মেইন। নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। গোলের সামনে হয়ে উঠেছিলেন দুরন্ত। করেছেন বেশ কিছু গোল। ৩১ বছর বয়সী এই ফুটবলার, স্ট্রাইকার পজিশনে নিজেকে নতুন করে মেলে ধরেছিলেন St Mirren F.C এর হয়ে। প্রায় ৭০ টি ম্যাচ খেলে দশের বেশি গোল করেছেন স্কটল্যান্ড এই ক্লাবটির হয়ে। এরপরেই তাকে দলে নিয়েছে ভারতের বেঙ্গালুরু এফসি।