Transfer Window: দিল্লির পথে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

এবারে ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window ) অন্যতম সক্রিয় দল দিল্লি ফুটবল ক্লাব। প্রায় প্রতিনিয়ত দল বদলের ব্যাপারে আপডেট পাওয়া যাচ্ছে রাজধানী শহরের এই দল থেকে।

Girik Khosla

এবারে ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window ) অন্যতম সক্রিয় দল দিল্লি ফুটবল ক্লাব। প্রায় প্রতিনিয়ত দল বদলের ব্যাপারে আপডেট পাওয়া যাচ্ছে রাজধানী শহরের এই দল থেকে। ইতিমধ্যে একাধিক সই সম্পন্ন করেছে রাজধানী শহরের এই ক্লাব। সম্প্রতি আরও একটি সইয়ের খবর ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দিল্লি ফুটবল ক্লাব জানিয়েছে, নতুন মরসুমের জন্য তারা দলে নিয়েছে গিরিক খোসলাকে। গিরিক ভারতীয় ফুটবলের পরিচিত নাম। খেলেছেন দেশের একাধিক ক্লাবে। মূলত মাঝমাঠের ফুটবলার। আক্রমণ গড়ার ক্ষেত্রে রাখেন মুম্বইয়ের ২৮ বছর বয়সী এই ফুটবলার।

গিরিক খোসলা অতীতে যুক্ত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে। ২০২০-২১ মরসুমে লাল হলুদ শিবিরে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও কলকাতার অন্যতম প্রধান ক্লাবের হয়ে খেলার তেমন সুযোগ তিনি পাননি। এক সময় দেশের অন্যতম সেরা উদীয়মান ফুটবলার হিসেবে গণ্য করা হতো তাকে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। দেশের পয়লা নম্বর লীগ, ইন্ডিয়ান সুপার লীগে নিজের জায়গা পাকা করতে পারেননি এখনও।

২০১৭-১৮ মরসুমে মিনার্ভা পাঞ্জাবের হয়ে জিতেছিলেন আই লীগ। সিনিয়র কেরিয়ারের শুরুতেই বড় সাফল্য পেয়ে গিয়েছিলেন তিনি। এরপর সেই অর্থে ঊর্ধমুখী হয়নি তার কেরিয়ার গ্রাফ। মিনার্ভার হয়ে প্রায় কুড়িটি ম্যাচ খেলে কিছু গোল তুলে নিয়েছিলেন নিজের নামের পাশে। এরপর থেকে ক্রমে কমতে থাকে তার ম্যাচ টাইম। শ্রীনিডি ডেকান এবং রিয়াল কাশ্মীরের হয়ে নিজের প্রতিভার ঝলক কিছুটা দেখিয়েছিলেন। এবার দেখা যাক রাজধানী শহরের ক্লাবের হয়ে তিনি কতটা কী করতে পারেন।