সুপার কাপের আগে বড় প্রধান দল ছাড়লেন এই ব্রাজিলিয়ান তারকা

এবারের হিরো আইএসএলে সকলকে চমকে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC )। তবে শেষ রক্ষা হয়নি।

Allen Costa, Former Bengaluru FC Player

এবারের হিরো আইএসএলে সকলকে চমকে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC )। তবে শেষ রক্ষা হয়নি। ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল অমিমাংসিত থাকলেও পেনাল্টি শুটআউটে গিয়ে ম্যাচ হারতে হয় তাদের। যারফলে চোখের সামনে দিয়ে ট্রফি চলে যায় এটিকে মোহনবাগানের কাছে। তবে এই ফাইনালের যাত্রাটা খুব একটা সহজ ছিল না তাদের কাছে।

মরশুমের শুরুতেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল সুনীল-সন্দেশদের। যারফলে ইমামি ইস্টবেঙ্গলের কাছে ও তাদের পরাজিত হতে হয়েছিল দুবার। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল বেঙ্গালুরু ব্রিগেড। তবে আইএসএল হাতছাড়া হলেও সুপার কাপ জিততে মরিয়া সুনীলরা। তবে এক্ষেত্রে বড়সড় সমস্যা দেখা দিতে পারে তাদের। কারন এবার দল ছাড়লেন এই ভরসাযোগ্য ব্রাজিলিয়ান তারকা।

   

গত দুটো বছর সতীর্থদের সাথে কাধে কাধ মিলিয়ে লড়াই করার পর এবার দল ছাড়লেন ভরসাযোগ্য তারকা অ্যালেন কোস্তা। দুবছরের চুক্তি ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব আভাই থেকে দলে এসেছিলেন তিনি। অ্যালেনের অনবদ্য পারফরম্যান্স দেখে তার সাথে চুক্তি বাড়াতে চেয়েছিল বেঙ্গালুরু ব্রিগেড। তবে রাজি হননি তিনি। নিজের পরিবার কে সময় দেওয়ার জন্য এবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। চলতি মরশুমে ও দলের আরেক ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে জুঁটি বেধে ব্যাপকভাবে সামলেছেন দলের রক্ষন। যা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিত প্রতিপক্ষের আক্রমণ ভাগকে। সেইসাথে এই মরশুমে ৫ টি গোল ও ২টি অ্যাসিস্ট ও ছিল এই ব্রাজিলিয়ান তারকার।

এমনকি গত ডুরান্ড কাপে কোস্তার গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। তবে এবার বিদায় নিলেন এই ব্রাজিলিয়ান তারকা। যারফলে, আসন্ন সুপার কাপের আগে বেশকিছুটা চাপে সুনীল ব্রিগেড। আগামী ৮ তারিখ থেকে অভিযান শুরু করবে তাদের দল। তারপর ১২ ও ১৬ তারিখ রাউন্ডগ্লাস পাঞ্জাব ও কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে হবে তাদের কে।