Bengal Women’s T20: কালীঘাটকে হারিয়ে জিতল ইস্টবেঙ্গল

Bengal Women's T20

কল্যাণীর বিসিএ গ্রাউন্ডে ইস্টবেঙ্গল ক্লাব বনাম কালীঘাট ক্লাবের মধ্যে বেঙ্গল উইমেনস টি২০ (Bengal Women’s T20) ফর্ম্যাটের খেলায় জিতলো ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল ২০ ওভারে ১২৫ রান তোলে, ৪ উইকেট হারিয়ে।

Advertisements

লাল হলুদ ব্রিগেডের হয়ে বৃষ্টি মাঝি ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স তুলে ধরেন।ব্যাট হাতে বৃষ্টি ৫০ বলে ৪১ রান করে এবং বল হাতে ২ ওভারে ১১ রান দিয়ে এক উইকেট শিকার করে।লাল হলুদ শিবিরের হয়ে এ মণ্ডল ১৬ বলে ২০ রান করে।

   
Advertisements

জবাবে ব্যাট করতে নেমে কালীঘাট ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে গুটিয়ে যায়।কালীঘাটের হয়ে গওহর সুলতানা ৩৬ বলে ৩১ এবং মাহাতো ২১ বলে ১৪ রান করে।ইস্টবেঙ্গল ২২ রানে ম্যাচ জিতে যায়। লাল হলুদ ব্রিগেডের পরের ম্যাচ ১০ ফেব্রুয়ারি রাজস্থান ক্লাবের বিরুদ্ধে।