ATK Mohun Bagan: নিজামর্সদে’র হারিয়েও বিস্ফোরক স্বীকারোক্তি হুয়ান ফেরান্দোর 

নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবলের চ্যালেঞ্জ গ্রহণ করে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো ১-২ গোলে জয় ছিনিয়ে এনেছে। মঙ্গলবার সবুজ মেরুন শিবিরের…

Juan Ferrando

নিজামর্স’দের টিম গেম নির্ভর ফুটবলের চ্যালেঞ্জ গ্রহণ করে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) হেডকোচ হুয়ান ফেরান্দো ১-২ গোলে জয় ছিনিয়ে এনেছে।

মঙ্গলবার সবুজ মেরুন শিবিরের হয়ে দুই গোলদাতা ৫৬ মিনিটে লিস্টন কোলাসো এবং ৫৯ মিনিটে মনবীর সিং। হায়দরাবাদ এফসি’র হয়ে গোল শোধ করে অস্ট্রেলিয়ান ফুটবলার জোয়েল চাইনিজ,৬৭ মিনিটে।

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পয়েন্ট টেবিলে চোখ রাখলে পরিষ্কার হবে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে জয়ের ফলে ATK মোহনবাগান লিগ টেবিলে চার নম্বরে উঠে এলো ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (৫)। অন্যদিকে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টপার হায়দরাবাদ হেরে গেলেও, গোল পার্থক্যে (১৯)।লিগ টেবিলে তিন নম্বরে বেঙ্গালুরু এফসি ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে (৭) এবং দু’নম্বরে কেরালা ব্লাস্টার্স এফসি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট, গোল পার্থক্যে (৮)।

এই প্রেক্ষিতে মঙ্গলবার ATKমোহনবাগানে প্রীতম কোটাল,কিয়ান নাসিরিদের হেডস্যার খেলা শেষে প্রেস মিটে এসে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, সামনে রাস্তা বেশ কঠিন। হুয়ান ফেরান্দোর কথায়,”আসন্ন গেমগুলি সহজ হবে না। আমাদের সেরা হতে হবে।”

সঙ্গে সবুজ মেরুনের স্প্যানিশ কোচের দাবি, “প্রতিটি খেলা যেমন আসে তেমনভাবে গুরুত্ব দিয়ে জোর দিতে হবে।”প্রসঙ্গত, নিজামর্স’দের বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে হুয়ান ফেরান্দো বলেই ছিলেন,” টপার হওয়াটাই আমাদের লক্ষ্য।” 

এই লক্ষ্য পূরণের জন্য ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন হল,”প্রতি ম্যাচে তিন পয়েন্টের জন্য নামছি আমরা। পরের দুটো ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।” নিজের ফুটবল দর্শন ব্যাখা প্রসঙ্গে হুয়ান ফেরান্দোর সাফ বক্তব্য রয়েছে এবং তা হল,”পরের দুটো ম্যাচে জিততে পারলে আমরা লিগ টেবলের শীর্ষে পৌঁছে যাবো।”

ঠিক এই বক্তব্যের আলোকে সবুজ মেরুন স্কোয়াডের হেডস্যার ফেরান্দোর কৌশলী অঙ্কের হিসেব মেপে ভবিষৎবাণী, “তবে, বেশি দূর ভাবলে আমাদের ওপর চাপ বাড়তে পারে। তার চেয়ে বরঞ্চ পরের ম্যাচ নিয়েই বেশি ভাবা যাক এবং তার পরে প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে।” অর্থাৎ এককথায় ‘ম্যাচ বাই ম্যাচ’ বিপক্ষ দলের শক্তি, ম্যাচ টেম্পারমেন্ট বুঝে গেম প্ল্যান সাজিয়ে ‘মুহতোর জবাব’ (মুখের ওপর জবাব) দেওয়ার সুযোগ ‘সন্ধানী’ প্রচেষ্টা।