Asia Cup 2023: পিসিবির হাইব্রিড মডেলে সম্মতি অস্বীকার করল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে যাতে পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ কোনো জায়গায় স্থানান্তরিত হয় টুর্নামেন্টটি।…

Asia Cup 2023

ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে যাতে পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ কোনো জায়গায় স্থানান্তরিত হয় টুর্নামেন্টটি। জানা গেছে যে রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২৩ ফাইনালের পাশাপাশি এশিয়া কাপের কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক মণ্ডলীও দেখা যাবে।

বিসিসিআই সেক্রেটারি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বলেছেন, “বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিজ নিজ সভাপতিরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৮এ মে অনুষ্ঠিতব্য আইপিএল ২০২৩-এর ফাইনালে অংশগ্রহণ করবেন। এশিয়া কাপ ২০২৩ এর সাথে সম্পর্কিত ভবিষ্যত কর্মের রূপরেখার জন্য আমরা তাদের সাথে আলোচনা করব।”

   

পাকিস্তানি মিডিয়ার একাংশ জানিয়েছে যে বিসিসিআই ম্যাচের একটি হাইব্রিড মডেলে সম্মত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠির প্রস্তাবিত এই মডেলটি-তে বলা আছে যে, টুর্নামেন্ট নিরপেক্ষ জায়গায় যাওয়ার আগে পাকিস্তার নেপালের বিরুদ্ধে লাহোরে হোম- টাই ম্যাচ সহ লীগ পর্বের প্রথম চারটি অ-ভারতীয় ম্যাচও খেলা হোক। বিসিসিআই কর্মকর্তারা অবশ্য এসবে সম্মতি দেওয়ার কথা অস্বীকার করেছেন।

জানা যায় যে ভারত চাইছে পুরো এশিয়া কাপই যেন শ্রী লঙ্কায় হয়। তবে পাকিস্তানও হাল ছাড়তে নারাজ। তাদের শেষ চেষ্টা বলে টুর্নামেন্টকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যেতে ইচ্ছুক। যদিও সেখানে বেজায় গরম, তবুও সেখানে কিছুটা সুবিধা হবে বলেই মনে করছে পিসিবি।

পিসিবি এশিয়া কাপ নিয়ে বিতর্ককে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া অক্টোবর-নভেম্বর একদিনের বিশ্বকাপে তাদের অংশগ্রহণের সাথেও যুক্ত করেছে। বিশ্বকাপের সময়সূচী অবশ্য এখনও কিছু প্রকাশ করা হয়নি। বিশ্বকাপ শুরু হতে এখনো চার মাস বাকি।