Bhutan: ভুটানিদের বাগানের ফল, ফসল পাহারা দিচ্ছে বাঘ!

ভুটানিদের বাগানের ফল, ফসল পাহারা দিচ্ছে বাঘ! বিরাট এক কেঁদো বাঘ বসে থাকছে। সেই হলো পাহারাদার। কাছে কে যাবে? গেলেই গপাৎ করে গিলে নেবে বাঘটা।…

Stuffed tigers used in Bhutan to scare away animals from harming crops

ভুটানিদের বাগানের ফল, ফসল পাহারা দিচ্ছে বাঘ! বিরাট এক কেঁদো বাঘ বসে থাকছে। সেই হলো পাহারাদার। কাছে কে যাবে? গেলেই গপাৎ করে গিলে নেবে বাঘটা। এমন বাঘ পাহারাদার নিয়ে এসেছেন ভুটানিরা (Bhutn)।

সকাল বিকেল বাঘ বসে থাকছে। দেখে সবাই চমকে যাচ্ছেন। তবে বাঘ তেমন কিছু করছেনা। এই পাহারাদার বাঘ আসলে পুতুল। এইভাবেই ভূটানের চাষিরা পাহারা দিচ্ছে তাদের ফসল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এই কাজের জন্য আগে ব্যবহার হত কাকতাড়ুয়া। ভূটানের সংবাদপত্র কুয়েনসেল বলছে ভূটানের চাষিরা এখন কাকতাড়ুয়া ছেড়ে পুতুল বাঘ মানে বাঘতাড়ুয়া ব্যবহার করছেন। ‘টাইগারক্রো’ বা বাঘতাড়ুযা ব্যবহারে সাফল্য পেয়েছেন চাষিরা। ঘটনাটি পুনাখার গোয়েনসারি গেয়োগ এলাকার।

এই পুতুল বাঘ এতটাই সফল যে এর চাহিদাও বেড়ে গিয়েছে প্রচুর। এক চাষি জানিয়েছে যে এই ভুয়ো পুতুল বাঘ যেদিন থেকে ব্যবহার হচ্ছে, সেদিন থেকে তার জমিতে কোনও বাঁদর, বুনো শুয়োর বা সজারু দেখা যায়নি।

চাষিরা জানিয়েছেন যে ক্ষেতে শুধু পুতুল রেখে দিলেই হবেনা। বুদ্ধি খাটিয়ে কোনও ঝোপ-ঝাড়ের পিছনে রাখতে হবে। পুতুলগুলোর আয়তন বাঘের মতনই। এর আগে চাষিদের অন্যান্য পথ অবলম্বন করতে হত তাদের ফসল রক্ষা করতে। কুঁড়ে ঘর বানিয়ে সেখানে সারারাত পাহারা দিতে হত। কিছুক্ষণের জন্য সেখান থেকে সরে গেলেই তাদের অর্ধেক ফসল ধ্বংস করে দিতে বুনো পশুরা। নতুন পন্থা অবলম্বন করে তাদের জীবন অনেকটাই বদলে গিয়েছে বলে জানা গিয়েছে।

বাঘতাড়ুয়া করছে কামাল। ভুটানে এরই কদর বেশি।