দেড় মাস আগে বাংলাকে যারা সোনা এনে দিয়েছিলেন সেই সব ফুটবলারদের সংবর্ধনা জানাল আইএফএ (IFA)। সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে ন্যাশনাল গেমসে সোনা জয়ী বাংলা দলকে সংবর্ধনা জানানো হয়।
দলের প্রত্যেক ফুটবলার,কোচ,সাপোর্ট স্টাফদের উত্তরীয়,মিষ্টির হাঁড়ি এবং ২৫ হাজার টাকা করে দেওয়া হল। আইএফএ-এর আন্তরিক এই সংবর্ধনা পেয়ে আপ্লুত বাংলা দলের ফুটবলার থেকে কোচ।
প্রসঙ্গত উল্লেখ্য, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সন্তোষ ট্রফি শুরু হবে। ন্যাশনাল গেমস থেকে সোনা জয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকেই সন্তোষ ট্রফির জন্য বাংলার কোচ করা হয়েছে। সন্তোষের জন্য সাইয়ের মাঠে বাংলা দলের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।
এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বান দত্ত, সহসভাপতি স্বরূপ বিশ্বাস,সহসচিব সুফল গিরি,কোষাধ্যক্ষ দেবাশিস সরকার সহ আইএফএ-এর গভর্নিং বডির সদস্যরা। ছিলেন মহমেডান ক্লাবের অন্যতম কর্তা কামার উদ্দিন।