Basundhara: লাল-হলুদ চর্চার মাঝে কলকাতায় খেলতে আসছে বসুন্ধরা কিংস

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এএফসি কাপের ক্রীড়া সূচি। গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস (Basundhara Kings)। তাদের ম্যাচ পড়েছে কলকাতায় (Kolkata)। খেলা মে মাসের মাঝামাঝি সময়ে।…

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এএফসি কাপের ক্রীড়া সূচি। গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস (Basundhara Kings)। তাদের ম্যাচ পড়েছে কলকাতায় (Kolkata)। খেলা মে মাসের মাঝামাঝি সময়ে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনযায়ী, সিলেট জেলা স্টেডিয়ামকে প্রাথমিকভাবে বেছে নিয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবের পছন্দে সায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের । শেষ পর্যন্ত তাদের এই ইচ্ছা পূরণ হল না। 

বাংলাদেশের চ্যাম্পিয়ন কিংসের সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। গ্রুপের চতুর্থ দল এখনও নির্ধারিত হয়নি। ছয় দলের প্লে-অফ খেলার পর চূড়ান্ত হবে গ্রুপের চতুর্থ দলটি।

গ্রুপে বসুন্ধরা কিংস এর প্রথম ম্যাচ ১৮ মে। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচের দল এখনও নির্ধারণ হয়নি। চতুর্থ দল নির্বাচন হওয়া এখনও বাকি। অন্তিম ম্যাচে গোকুলামের মুখোমুখি হবে বসুন্ধরা। 

সম্প্রতি পদ্মার দুই পারে আলোচনায় রয়েছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপ ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারে এমন কানাঘুষো ফুটবল মহলে। লাল-হলুদ ক্লাব তাঁবুতে এদিন এসেছেন বাংলাদেশ ফুটবলের বিশিষ্টজনেরা।