Oscar Bruzon: মোহনবাগানকে হারিয়ে তৃপ্ত বসুন্ধরা কোচ

বসুন্ধরা কিংস বনাম মোহন বাগান সুপার জায়ান্টের মধ্যে সম্প্রতি হওয়া ম্যাচকে কেন্দ্র করে বিতর্কের পাহাড়। তবুও ফলাফল কিংসের পক্ষে। মাঠে শেষ কথা বলে ফলাফল। যতই…

Oscar Bruzon

বসুন্ধরা কিংস বনাম মোহন বাগান সুপার জায়ান্টের মধ্যে সম্প্রতি হওয়া ম্যাচকে কেন্দ্র করে বিতর্কের পাহাড়। তবুও ফলাফল কিংসের পক্ষে। মাঠে শেষ কথা বলে ফলাফল। যতই বিতর্ক থাক, বাগানকে কিংস হারিয়েছে এটাই এখন সত্য। সুপার জায়ান্টকে হারিয়ে খুশি বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজোন (Bashundhara Kings Coach Oscar Bruzon)।

নিজেদের ঘরের মাঠে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। ম্যাচের পর দলের ছেলেদের জন্য যাবতীয় প্রশংসা করেছেন অস্কার। ম্যাচের পর তিনি বলেছিলেন, “আমাদের খেলাতেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ছেলেরা এই বেড়া ভাঙতে পেরেছে, গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিতে পেরেছে। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার জন্য ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। জয়ের জন্য যোগ্য দাবিদার। বড় কিছু করে দেখানোর ইচ্ছা নিয়েই আমার দলের ছেলেরা মাঠে নেমেছিল। মাঠে নিজেদের সেরাটা দিয়েছে। বাগানের বিরুদ্ধে এই জয়ের সমস্ত কৃতিত্ব তাদেরই।”

ভারতীয় ফুটবল প্রেমীরা বসুন্ধরা কিংসের বর্তমান কোচকে খুব ভালো করেই চেনেন। ভারতে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজোন। স্পোর্টিং ক্লুব দি গোয়া, মুম্বই সিটি, মুম্বই ফুটবল ক্লাবের হয়ে কাজ করেছেন ভারতে। ভারতের ঘরোয়া ফুটবলে জিতেছেন একাধিক সম্মান। বসুন্ধরা কিংসের ভালো বিদেশি ফুটবলার সমৃদ্ধ ক্লাব হাতে পেয়ে অস্কার এখন বাংলাদেশে ফুল ফোটাচ্ছেন।

অন্য দিকে কিংস এরিনায় এই ম্যাচ নিয়ে একেবারেই খুশি নয় মোহন বাগান সুপার জায়ান্ট। আয়োজক হিসেবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে উঠেছে প্রশ্ন। এই ম্যাচ প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে AFC’র কাছে।