Home Sports News চেলসির এই তারকা ফুটবলার’কে দলে আনতে মরিয়া বার্সেলোনা

চেলসির এই তারকা ফুটবলার’কে দলে আনতে মরিয়া বার্সেলোনা

Barcelona

প্রতি বছর দলবদলের বাজার গরম হয়ে উঠলে মার্কোস আলোন্সো’র স্পেনে ফেরার সম্ভাবনা জোড়ালো হয়ে ওঠে। এবার’ও তার বিপরীত হয়নি।এবার বার্সেলোনা (Barcelona) তাকে পেতে চাইছে স্কোয়াডে,এমনটাই জানিয়েছেন সাংবাদিক ফ‍্যাব্রিজিও রোমানো।এমনকি ইতিমধ্যে আলোন্সো চুক্তি সেরে ফেলেছেন বলে মনে করছেন কেউ কেউ।

Advertisements

ফুটবলে সব’ই সম্ভব।হয়তো এবছর লিও মেসির প্রাক্তন ক্লাবের জার্সি পড়ে মাঠে নামতেই পারেন আলোন্সো।চেলসির সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর।যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন চেলসি তার হৃদয়ে আছে,তার দ্বিতীয় বাড়ি এই ক্লাব,সবসময় ক্লাবের উন্নতি সাধনে নিজেকে মগ্ন রাখতে চান তিনি।

   

বেন চিলওয়েল চোট পাওয়ার পর ক্রমশ এই মরশুমে চেলসির অন‍্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন আলোন্সো।এখন তার বয়স ৩১,যদি কোনও দীর্ঘ মেয়াদী চুক্তি’র খোঁজে থাকেন তিনি, তাহলে অন‍্য কোনও ক্লাবে যেতে পারেন,এমনটাই মনে করেন ফুটবল বিশেষজ্ঞ’রা।তাই অনেকেই এই খবর’কে জল্পনা ছাড়া কিছু মনে করছেন না।

Advertisements