HomeSports NewsI League : তাবড় বিদেশিদের পিছনে ফেলে দিয়েছেন এই তরুণ ভারতীয়

I League : তাবড় বিদেশিদের পিছনে ফেলে দিয়েছেন এই তরুণ ভারতীয়

- Advertisement -

অপ্রতিরোধ্য গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)। চলতি আই লিগ খেতাব জয়ের দৌড়ে আপাতত সবার আগে রয়েছে তারা। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি কিছু ব্যক্তি পারফরম্যান্স উঠে এসেছে আলোচনায়। যার মধ্যে অন্যতম এমিল বেনি।

এমিল বেনি ভারতীয় ফুটবলার। কেরালার এই দলটির উত্থানের পিছনে একজন কারিগর। গোল করা ছাড়াও গোকুলামের মুখ্য অস্ত্র পাসিং ফুটবল। বিশেষত প্রতিপক্ষের অর্ধে ডিফেন্স চেরা পাস বাড়ানোর দক্ষতা রয়েছে স্কোয়াডের কয়েকজন ফুটবলারদের। আক্রমণ গড়ার কাজে এমিল টেক্কা দিচ্ছেন অন্যান্য ভারতীয় ফুটবলারদের।

পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত তিনটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন এমিল। অর্থাৎ তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। সব মিলিয়ে মোট একুশটি ক্ষেত্রে গোল করার পিছনে এই উদীয়মান ভারতীয় নিজের স্কিলের পরিচয় দিয়েছেন।

লিগের অন্যান্য বিদেশিদেরও টেক্কা দিচ্ছেন এমিল। ‘ কি পাস ‘ এর ক্ষেত্রে আই লিগের যে ফুটবলাররা রয়েছেন তাঁদের মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছেন। মহামেডান স্পোর্টিং ক্লাবের মার্কোস জোসেফ । সাদা কালো ব্রিগেডের এই গোলমেশিন নিজে গোল করার পাশাপাশি আক্রমণ গড়ার কাজেও সমান পারদর্শী।

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ