ক‍্যাম্প ন‍্যু ছাড়তে চলেছে Barcelona

খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে বার্সেলোনার (Barcelona) হোমগ্রাউন্ড ক‍্যাম্প ন‍্যু’য়ের। এরপর ২০২৩-২৪ মরশুমে অলিম্পিক স্টেডিয়ামে হোম গেম গুলো খেলবে বার্সা। ১৯৫৭ সাল থেকে ক‍্যাম্প…

খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে বার্সেলোনার (Barcelona) হোমগ্রাউন্ড ক‍্যাম্প ন‍্যু’য়ের। এরপর ২০২৩-২৪ মরশুমে অলিম্পিক স্টেডিয়ামে হোম গেম গুলো খেলবে বার্সা।

১৯৫৭ সাল থেকে ক‍্যাম্প ন‍্যু’তেই ঘরের মাঠে ম‍্যাচ গুলো খেলছে বার্সা। ইউরোপের অন‍্যতম সেরা ক্লাবের স্টেডিয়ামের আসন সংখ্যা ৯৯,৩৫৪ সিট।

জুন মাস থেকে শুরু হবে স্টেডিয়াম সংস্কারের কাজ।২০২৩-২৪ মরশুমের পুরোটাই জুড়ে কাজ হবে।পরবর্তী মরশুমে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলা অনুষ্ঠিত হবে।

ক‍্যাম্প ন‍্যু’তে সংস্কারের কাজ চলাকালীন স্পেনের অলিম্পিক স্টেডিয়াম যা “লুইস কোম্পানি স্টেডিয়াম” নিয়ে পরিচিত সেখানেই খেলবে বার্সেলোনা তাদের ম‍্যাচ গুলো। ৫৫,৯২৬ আসনসংখ‍্যা বিশিষ্ট এই স্টেডিয়াম।১৯৯২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিলো এই স্টেডিয়ামে।

২০২৫ – ২৬ মরশুমের মধ্যে পুরোপুরি সংস্কারের কাজ শেষ হবে বার্সেলোনার ঘরের মাঠে কাজ।৩৬০ ডিগ্রি স্ক্রিন সেটের আদলে গড়ে তোলা হবে এই স্টেডিয়াম।