Fuel Price: ‘মানুষের পকেট কাটছে কেন্দ্র,’ কেন্দ্রকে নিশানা মমতার

নবান্ন থেকে একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাশিয়া-ইউক্রেন থেকে শুরু করে পেট্রোপণ্যের দাম নিয়ে কেন্দ্রকে পরপর নিশানা করেছেন…

নবান্ন থেকে একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাশিয়া-ইউক্রেন থেকে শুরু করে পেট্রোপণ্যের দাম নিয়ে কেন্দ্রকে পরপর নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। জ্বালানীর মূল্যবৃদ্ধি জেরে মানুষের নাভিশ্বাস উঠেছে।

এদিন মমতা বলেন, ‘পেট্রোপণ্যের আরও দাম বাড়াবে কেন্দ্র। সাধারণ মানুষের পকেট কাটছে এই সরকার। পেট্রোল, ডিজেলের দাম নিয়ে দায় ঝাড়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। গ্যাসের দাম ৩০০ টাকা কমাক কেন্দ্র।’ যদিও বিজেপির পাল্টা দাবি, কেন্দ্রকে অকারণে দোষারোপ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

   

ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের জেরে সেখানে আটকে পড়েছিলেন একাধিক ভারতীয় পড়ুয়া। তাঁদের মধ্যে বাংলারও একাধিক পড়ুয়া ছিলেন। যদিও সেসব পড়ুয়াদের প্রতি কেন্দ্রীয় সরকার উদাসিন বলে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, পড়ুয়াদের জন্য কিছু করছে না সরকার। ৪২২ জন পড়ুয়ার সঙ্গে কথা বলেছি। ইউক্রেন ফেরতদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ৬ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সরকারি ডেন্টাল কলেজে একজনের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে।’