বিশ্বকাপের শেষটা (World Cup 2023) ভালো করার চেষ্টা করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানকে ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো লড়াই করল টাইগার ব্রিগেড। ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। সব বানচাল করে দিল মিচেল মার্শের একটা ইনিংস।
গ্লেন ম্যাক্সওয়েলের দ্বিশত রানের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার আরও এক তারকা করলেন শতরান। মিচেল মার্শ। বাংলাদেশের দেওয়া রানের পাহাড়কে হেলায় অতিক্রম করলেন তিনি। ১৩২ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেললেন মার্শ। তার ইনিংসে রইল ১৭ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারি।
পুনের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে নির্ধারিত ৫০ ওভারে ৩০৬ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এদিনের ম্যাচে সর্বোচ্চ তহিদ হৃদয় করেন ৭৯ বলে ৭৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জম্পা ও শন অ্যাবট।
বাংলাদেশের দেওয়া রান খুব সহজে অর্জন করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৩২ বল বাকি থাকতে খেলা শেষ করে দেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা মার্শ। ব্যাট হাতে তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন স্টিভ স্মিথ। ৬৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেছেন স্মিথ। আট উইকেট হাতে থাকতে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।