ইস্টবেঙ্গলের বিপক্ষেও দল নামাচ্ছে না ভবানীপুর, কিন্তু কেন?

নির্ধারিত সূচী অনুযায়ী আসন্ন ডিসেম্বরের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশনের আইলিগ (Calcutta Football League)। কলকাতা লিগের ব্যর্থতা ভুলে এখন সেখানে ভালো পারফরম্যান্স…

Bhawanipore FC East Bengal

নির্ধারিত সূচী অনুযায়ী আসন্ন ডিসেম্বরের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশনের আইলিগ (Calcutta Football League)। কলকাতা লিগের ব্যর্থতা ভুলে এখন সেখানে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য সকলের। সেজন্য দুই প্রধানের সঙ্গে ম্যাচ গুলি খেলবে না ভবানীপুর দল।

গতকাল বিকেলের দিকে বঙ্গীয় ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে ঠিক এমনটাই জানানো হয় ভবানীপুর ফুটবল ক্লাবের তরফ থেকে। তাদের তরফ থেকে জারি করা হয় বিশেষ প্রেস বিবৃতি। সেখানে বলা হয়, আমাদের ফুটবল দল এখন তৃতীয় ডিভিশন আইলিগের দিকে নজর দিচ্ছে। সেখানে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য। সেজন্য আমাদের ক্লাবের তরফ থেকে ঠিক করা হয়েছে যে, আগামীতে এই কলকাতা লিগের সুপার সিক্সে দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে খেলবে না ক্লাব।

তবে সেখানেই শেষ নয়। রঞ্জন চৌধুরীর দলের তরফ থেকে আরো বলা হয়, কলকাতা লিগের ক্ষেত্রে আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন দলের নাম। এই পরিস্থিতিতে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, চ্যাম্পিয়ন দল ঘোষণা করে দেওয়ার ফলে নতুন করে দলকে মাঠে নামানোর কোনো মানে হয়না। তাই এবার তৃতীয় ডিভিশন আইলিগ খেলার দিকেই বাড়তি নজর দিতে চায় ভবানীপুর ফুটবল ক্লাব। উল্লেখ্য, এবার প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের বাকি দুই প্রধান দলকে টেক্কা দিয়েছে মহামেডান। সেইসাথে কয়েক দশক পর কলকাতা লিগ জয়ের হ্যাট্রিক করেছে সাদা-কালো ব্রিগেড। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

অপরদিকে, মোহনবাগানের সাথে গত ১০ তারিখ কলকাতা লিগের ম্যাচ খেলার কথা ছিল ভবানীপুর দলের। তবে দল না নামানোর জন্য ওয়াক ওভার পেয়ে যায় মোহনবাগান সুপারজায়ান্টস। এবার হয়ত সেই সুবিধায় পেতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।