East Bengal Club: ১৭ অগস্ট উদ্বোধন ইস্টবেঙ্গল ক্লাবের মিউজিয়াম

অবশেষে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের মিউজিয়ামের উদ্বোধন হতে চলেছে ১৭ অগস্ট। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে শুক্রবার ক্লাবের মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ…

East Bengal Club Museum

অবশেষে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের মিউজিয়ামের উদ্বোধন হতে চলেছে ১৭ অগস্ট। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে শুক্রবার ক্লাবের মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দীর্ঘক্ষণ আলোচনা করেন ক্লাবের কর্তাদের সঙ্গে। ক্লাবের পরিকল্পনা, সেদিনের অনুষ্ঠান বড় আকারেই করা। তার আগে ১৩ অগস্ট ক্লাবের প্রয়াত কর্তা পল্টু দাসের জন্মশতবার্ষিকী। এখনও পর্যন্ত জানা গিয়েছে, অন্যান্য অনুষ্ঠান ছাড়াও ১৩ অগস্ট প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

এদিকে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামির তৈরি করা ছয় সদস্যের নতুন বোর্ডে ক্লাব চূড়ান্ত করে ফেলল তাদের পক্ষের তিনজনের নাম। তারা হলেন দেবব্রত সরকার, রূপক সাহা আর সদানন্দ মুখোপাধ্যায়। এছাড়াও দু’পক্ষের একজন প্রতিনিধি রাখা হচ্ছে। তারা অনারারি পদে থাকবেন। ক্লাবের তরফে রাখা হচ্ছে সভাপতি প্রণব দাসগুপ্তকে।

এই মরশুমে প্রতিযোগিতামূলক ম্যাচে ইস্টবেঙ্গলের অভিষেক হচ্ছে ২৫ অগস্ট। ডুরান্ড কাপে। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে। তার আগে গোটা দু’য়েক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ক্লাবের। যদিও এখন মূলত রিজার্ভ দলকে নিয়ে অনুশীলন করছে বিনু জর্জ। চীফ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের অধীনেও প্রস্তুতি চলছে। কিন্তু মূল দলের সব ফুটবলার এখনও অনুশীলনে যোগ দেননি। যেমন গোলকিপার শুভাশিষ রায়চৌধুরী যোগ দেননি। আবার সুমিত পাসিকে শুক্রবার প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে।

ক্লাবসূত্রে জানা গিয়েছে, ১৬ অগস্ট প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার আগেই স্টিফেনের দুই সহকারী এবং বিদেশি ফুটবলাররা অনুশীলনে যোগ দেবেন।