Calcutta League: কোন পথে হতে পারে কলকাতা লিগের ডার্বি? জানুন

কয়েক দশক পর এই নিয়ে টানা তিনবার কলকাতা লিগ (Calcutta League) ঘরে তুলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি রয়েছে…

kolkata Derby

কয়েক দশক পর এই নিয়ে টানা তিনবার কলকাতা লিগ (Calcutta League) ঘরে তুলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি রয়েছে সুপার সিক্সের লড়াইয়ের একাধিক ফুটবল ম্যাচ। যা আয়োজন করতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হওয়ার মতো অবস্থা বঙ্গীয় ফুটবল সংস্থার। যার মধ্যে অন্যতম হল কলকাতা ডার্বি।

যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর এই ডার্বি ম্যাচ আয়োজনের কথা শোনা গিয়েছিল। তবে পরবর্তীতে জানা যায় ওই দিনে ও হবে না ময়দানের এই বড় ম্যাচ। জানা গিয়েছিল, ওই সময় নাকি ম্যাচ খেলতে রাজি নয় মোহনবাগান সুপারজায়ান্টস। যার অন্যতম কারন হিসেবে দেখানো হয়েছিল ২রা ডিসেম্বরের হায়দরাবাদ ম্যাচ।

তারপর আগামী ৩০ তারিখ রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের সাংবাদিক বৈঠক রয়েছে। সেজন্য নাকি ২৫ নভেম্বরের মধ্যে কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচ গুলি আয়োজন করে শেষ করার কথা জানানো হয়েছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফ থেকে। কিন্তু বাকিদের সঙ্গে কথা বলে তা সম্পূর্ণ করা যায়নি। যারফলে, এমন সিদ্ধান্ত নিতে হয় তাদের। যারফলে, দুই টুর্নামেন্টের সূচী সংক্রান্ত বিষয় নিয়ে ও দেখা দিয়েছিল সমস্যা। আসলে অনেকেই বলতে শুরু করেছিলেন যা তাহলে কি দুই টুর্নামেন্টের সময় সূচী না দেখেই সাজানো হয়েছিল প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ? তবে ধরেই নেওয়া হয়েছিল যে এবছর হয়ত হবে না বড় ম্যাচে।

তবে এখনো থেকে গিয়েছে কলকাতা ডার্বির ক্ষীন আশা। যতদূর জানা গিয়েছে, যদি দুই প্রধানের সম্মতি মেলে তাহলে আগামী ৩০ নভেম্বর হতে চলেছে বড় ম্যাচ। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে নৈহাটি স্টেডিয়ামকে। সব ঠিকঠাক থাকলে দুপুর দুটো থেকে শুরু হতে পারে সুপার সিক্সের এই ফুটবল ম্যাচ।