শুরু হয়ে গিয়েছেন এই মরসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ (UEFA Champions League)। প্রথম দিন ছিল এক গুচ্ছ খেলা। যার মধ্যে অন্যতম অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম লাজিও ম্যাচ। গোলকিপার গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করলেন। এই জিনিস রোজ ফুটবল মাঠে দেখা যায় না।
মরসুমের শুরু থেকে ধারাবাহিকতার অভাবে ভুগতে শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। লা লিগায় খুব সুবিধাজনক অবস্থানে তারা নেই। লাজিও তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দল। প্রতিপক্ষ খাতায় কলমে কিছুটা দুর্বল হলেও দিয়েগো সিমিওনে নিজের পরিকল্পনা একই রেখেছিলেন। ডিফেন্সিভ অ্যাপ্রোচ বজায় রেখে আক্রমণে যাওয়ার প্ল্যান। দল সাজিয়েছিলেন ৫-৩-২ ফরমেশন।
লা লিগার গত মরসুমে দিয়েগো সিমিওনেকে কেন্দ্র করে উঠেছিল গেল গেল রব। এবারের সিজন তার কাছে এক প্রকারের অ্যাসিড টেস্ট। নিজেকে প্রমাণ করার জন্য চ্যাম্পিয়ন্স লীগের থেকে আদর্শ মঞ্চ আর কী হতে পারে? ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে মাদ্রিদকে গোল করে এগিয়ে দিয়েছিলেন বারোস।
অ্যাথলেটির রক্ষণের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেননি ইমোবাইলের মতো অভিজ্ঞ ফরোয়ার্ড। ১-০ স্কোরলাইন বজায় রেখে ম্যাচের শেষ মুহূর্তে উপস্থিত হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। স্টাদিও অলিম্পিকয় ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন লাল সাদা শিবিরের সমর্থকরা। এমন সময় ঘটল অভাবনীয় ঘটনা।
The fourth goalkeeper in history to score in the Champions League. 👏
Unbelievable. #UCL pic.twitter.com/FMNnBuDeKO
— UEFA Champions League (@ChampionsLeague) September 19, 2023
মাদ্রিদ বক্সে তখন পুরো দমে চাপ বাড়িয়েছে লাজিও। মাঠে বাম প্রান্ত থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল ক্রস। উড়ে আসা বল লক্ষ্য করে পিছন থেকে ছুটে এসে শরীর ছুঁড়ে দিয়ে হেড করে গোল করে যান লাজিওর গোলরক্ষক Provedel। ম্যাচের বয়স ৯৫, স্কোরলাইন ১-১।