কলকাতায় চলল গুলি। কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে চলল গুলি। সামান্য ময়লা ফেলায় আপত্তি করার জন্য গুলি চালানোর অভিযোগ। তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা। ধৃত যুবক সবার সামনে গুলি চালায় বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই যুবক তার বাড়ির ময়লা ফেলতে এসে বচসায় জড়ায়। তারপর গুলি ছোঁড়ে। তার গাড়িতে প্রেস স্টিকার সাঁটানো থাকে। সে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। মঙ্গলবার রাতে কসবায় সে নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় বলে অভিযোগ।
জানা গেছে, মঙ্গলবার রাতে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডের একটি ক্লাবের সামনে সৌমিত মণ্ডল নামে এক ব্যক্তি ময়লা ফেলতে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে বারণ করেন রাস্তার উপর ময়লা ফেলতে। অভিযোগ পরে একটি পিস্তল নিয়ে এসে হুমকি দেন ময়লা রাস্তার উপরেই ফেলবেন।
অভিযোগ, এরপরই শূন্যে গুলি চালান সৌমিত। খবর পেয়ে কসবা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে়ছে। অভিযোগকারী এক বাসিন্দা বলেন, উনি গালাগালি দিয়ে বলছেন তোদের বুঝে নেব। কখনও পুলিশ, কখনও প্রেসের স্টিকার গাড়িতে লাগিয়ে ঘোরেন।