
ডুরান্ড কাপে ব্যর্থতা সঙ্গে এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে ATK মোহনবাগানের লজ্জাজনক পারফরম্যান্স এই দুই’র জাঁতাকল থেকে বেরিয়ে আসতে মারিয়া সবুজ মেরুন ব্রিগেড। এমন অবস্থায় খেলায় ফিরে আসতে অতীত ভুলে আসন্ন ইন্ডিয়ান সুপার লীগের (ISL) প্রস্তুতি শুরু করে দিলো হুয়ান ফেরান্দোর ছেলেরা।
শনিবার ATK মোহনবাগানের টুইট পোস্টের ক্যাপসনে লেখা”কঠিন সময় স্থায়ী হয় না, কঠিন দলগুলো করে।
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon ” তবে এদিনের টুইট পোস্ট থেকে পরিষ্কার ATK মোহনবাগান নিজেদের ভুল বুঝতে পেরেছে।তাই আত্ম সমালোচনার ঢঙে টুইট পোস্টে লিখেছে, “কঠিন দলগুলো করে।” ডুরান্ড কাপ এবং কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন উঠেছে।
Tough times don’t last, tough teams do.#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/RaNTzgw41d
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) September 10, 2022
নিন্দার ঝড়ের মুখে পড়ে বাগান হেডকোচ হুয়ান ফেরান্দো বিগত দুই টাইটেলশিপে নেওয়া সিদ্ধান্তকে ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।কিন্তু তাতে যে চিড়ে ভেজে নি তা কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে সবুজ মেরুন জনতার ভাইরাল পোস্টের থেকে পরিষ্কার।তাই রাখঢাক না রেখে শনিবার ATK মোহনবাগানের টুইট পোস্ট কতকটা ‘ড্যামেজ কন্ট্রোল’ করার একটা প্রচেষ্টা মাত্র।
প্রসঙ্গত,২০২২-২৩ ফুটবল মরসুমে ATK মোহনবাগানের প্রথম ম্যাচ ১০ অক্টোবর চেন্নায়িন এফসির বিরুদ্ধে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রথম খেলার পর টানা ১৪ দিন পর গঙ্গা পাড়ের ক্লাব খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাই প্রেসার ডার্বি ম্যাচ,যা হবে ২৯ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই সমস্ত হিসেব নিকেশ করেই অতীতের ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে এসে জনতার সমর্থনে নতুন উদ্দ্যমে শুরু করার লক্ষ্যে শনিবার। ATK মোহনবাগানের টুইট পোস্ট নিঃসন্দেহে ইঙ্গিতবহ।










