ATK Mohun Bagan vs Bengal : হেভিওয়েট এটিকে মোহন বাগানকে হারিয়ে দিল সন্তোষ ট্রফির বাংলা দল। বৃহস্পতিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। খেলার ফল অপ্রত্যাশিত।
এদিন বিকেলে শহর কলকাতার একাংশে দাপট দেখিয়েছে কালবৈশাখী। আকাশে ছিল বিদ্যুতের ঝলকানি। এটিকে মোহন বাগান বনাম বাংলা দলের ম্যাচকে কেন্দ্র করেও ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ ছিল। তবে সল্টলেকের এই ম্যাচে জ্বলে ওঠেনি সবুজ মেরুন শিবির। বরং তেলখাওয়া মেশিনের মতো ছুটেছে বঙ্গ একাদশ।
বাগানের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বাংলা। একমাত্র গোল তুহিন দাসের।
এটিকে মোহন বাগানের প্রথম একাদশ:-
সুব্রত, তিরি, শুভাশীষ, প্রবীর, অভিষেক, শেখ শাহিল, গিল, কাউকো, লিস্টন, মনভীর, ইংসন।
বাংলার একাদশ:-
প্রিয়ান্ত, মনোতোষ, তুহিন, শুভেন্দু, জয়, তন্ময়, নবি, বাসুদেব, মহিতোষ, দিলীপ, ফারদিন।