Monday, December 8, 2025
HomeSports NewsATK Mohun Bagan : এক ম্যাচে পাঁচ গোল করা ফুটবলারকে নিতে পারে...

ATK Mohun Bagan : এক ম্যাচে পাঁচ গোল করা ফুটবলারকে নিতে পারে বাগান

- Advertisement -

সন্তোষ ট্রফির তারকা ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। কেরালার এই ফুটবলার এক ম্যাচে করেছিলেন পাঁচটি গোল। সেই টিকে জেসিনকে (TK Jesin) আগামী মরশুমের জন্য সই করানোর চেষ্টা চালাচ্ছে এটিকে মোহন বাগান।

এক মালায়লাম সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরালা সন্তোষ ট্রফি দলের ফুটবলার টিকে জেসিনকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচে তিনি হ্যাটট্রিক সহ মোট পাঁচটি গোল করেছিলন। কেরালাকে সন্তোষ ট্রফি টুর্নামেন্টে সেরা দল করার অন্যতম কারিগর তিনি।

   

আরও পড়ুন: Santosh Trophy : অটোচালকের ছেলে এক ম্যাচে করেছেন পাঁচ গোল

এবারের সন্তোষ ট্রফিতে নজর কেড়েছেন একাধিক ফুটবলার। যার মধ্যে কেরালা দল থেকেই রয়েছেন একাধিক খেলোয়াড়। টুর্নামেন্ট থেকে ফুটবলার বাছাই করার জন্য প্রাক্তন ফুটবলারদের ইস্টবেঙ্গল দায়িত্ব দিয়েছিল। যদিও লাল হলুদ শিবির থেকে এখনও পাকা পোক্ত কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিযোগিতায় ভালো খেলেছেন বাংলা দলের ফরোয়ার্ড মহম্মদ ফারদিন আলি মোল্লা। তিনি এটিকে মোহন বাগানের ফুটবলার। কোচ হুয়ান ফেরান্ডোর কোচিংয়ে আগামী দিনে আরো ভালো খেলবেন বলে আশা করছেন ফুটবল প্রেমীরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular