ATK Mohun Bagan: দলবদলের বাজারে খেলা শুরু করে দিয়েছে বাগান

এটিকে মোহন বাগানও (ATK Mohun Bagan) হাত গুটিয়ে বসে নেই। দলবদলের বাজারে তারাও কাজ শুরু করে দিয়েছে। আক্রমণভাগে জোর বাড়ানোর দিকে প্রাথমিকভাবে মনোযোগ দেওয়া হয়েছে…

এটিকে মোহন বাগানও (ATK Mohun Bagan) হাত গুটিয়ে বসে নেই। দলবদলের বাজারে তারাও কাজ শুরু করে দিয়েছে। আক্রমণভাগে জোর বাড়ানোর দিকে প্রাথমিকভাবে মনোযোগ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আগামী মরশুমের কথা ভেবে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে সবুজ মেরুন শিবির। আক্রমণভাগের খেলোয়াড় নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে বলে অনুমান। আপাতত ফরোয়ার্ড এবং মাঝমাঠের আক্রমণাত্বক ফুটবলার নেওয়ার দিকে ক্লাব ঝুঁকে রয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। 

   

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কলকাতার ওপর ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) প্রসঙ্গে চর্চা তুঙ্গে। দলবদলের ব্যাপারে ফোকাস লাইটের অনেকটাই এখন তাদের দিকে। লিগের অন্যান্য দলও নিজেদের গোছানোর কাজ শুরু করেছে। তবে লাল হলুদ তাঁবুতে কী ঘটছে বা কী ঘটতে পরে সে দিকে আগ্রহের পাল্লা কিছুটা হলেও ভারী।  

ATK Mohun Bagan defeated North-East United

শোনা গিয়েছে যে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেও বাংলাদেশে যেতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা শেষ পর্যন্ত কতোটা এগোয় সেদিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা। একই সঙ্গে এটিকে মোহন বাগান আগামী মরশুমের জন্য কেমন দল গঠন করতে পারে সে ব্যাপারেও রয়েছে যথেষ্ট আগ্রহ।