তৃণমূলীদের সঙ্গে কেক খাওয়ার ফল পাচ্ছে বিজেপি: তথাগত রায়

প্রত্যাশিত আক্রমণ দলকে। তবে এবার আরও কটাক্ষ করে। প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের ফেসবুক পোস্টে রাজ্য বিজেপিতে প্রবল শোরগোল পড়ে গেল। তিনি…

প্রত্যাশিত আক্রমণ দলকে। তবে এবার আরও কটাক্ষ করে। প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের ফেসবুক পোস্টে রাজ্য বিজেপিতে প্রবল শোরগোল পড়ে গেল। তিনি লিখেছেন, রোজই আমি ফোন পাই, দাদা সব লুঠ করে নিয়ে গেল তৃণমূলীরা। ধানজমি, পুকুরের মাছ নিয়ে চলে যাচ্ছে। আমরা কি অনাথ ? আমাদের নেতারা বসে তৃণমূল নেতাদের সঙ্গে বসে কেক খাচ্ছে!

পুরভোটের ফলাফলে বিধানসভায় বিরোধী দল হয়েও বিজেপির ভাঁড়ার শূন্য। একটিও পুরবোর্ড নেই হাতে। বিশ্লেষণে এসেছে, বামফ্রন্টের নিচে নেমেছে বিজেপি। সিপিআইএম উঠে এসেছে মূল বিরোধী পক্ষ হয়ে।

বিজেপির এই ভরাডুবির পরে তথাগত রায় বঙ্গ বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি কেক খাওয়ার ছবিকে উদাহরণ করে তথাগতবাবু ফেসবুক পোস্ট করেছেন।

তিনি সেই পোস্টের শেষ বাক্যে লিখেছেন ” আমার কাছে কোনও উত্তর নেই। আমি তাদের যা বলতে পারি তা হ’ল বর্তমানের জন্য মাথা নিচু করে থাকো।”

পুরভোটের আগেই তথাগত রায় বলেছিলেন, রাজ্যে বিজেপি অস্তিত্বহীন হতে চলেছে। একইসঙ্গে দলে ‘কামিনী ও কাঞ্চন’ নিয়ে নেতাদের ‘লালা ঝরা’ বিষয় তুলে দলকেই প্রবল আক্রমণ করেছিলেন। ঘনিষ্ঠভাবে মহলে তথাগতবাবুর যুক্তি, কোনওভাবেই রাজ্যে আর বিজেপির ফিরে আসার সম্ভাবনা নেই।