নিজের রাইফেল দিয়ে বিমাবন্দরেই আত্মঘাতী জওয়ান

চাঞ্চল্যকর ঘটনা ঘটল চেন্নাইয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার চেন্নাই বিমানবন্দরে নিযুক্ত ২৬ বছর বয়সী এক সিআইএসএফ কনস্টেবল আন্তর্জাতিক টার্মিনালের টয়লেট এলাকায় একটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর) দিয়ে…

চাঞ্চল্যকর ঘটনা ঘটল চেন্নাইয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার চেন্নাই বিমানবন্দরে নিযুক্ত ২৬ বছর বয়সী এক সিআইএসএফ কনস্টেবল আন্তর্জাতিক টার্মিনালের টয়লেট এলাকায় একটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর) দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। এমনটাই জানিয়েছে চেন্নাই পুলিশ। এহেন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্ত্বরে।

মৃতের নাম যশপাল, সে রাজস্থানের বাসিন্দা ছিল। তবে তার আত্মহত্যার কারণ অজানা বলে জানিয়েছে পুলিশ। চেন্নাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এদিন যশপাল তার সেল্ফ-লোডিং রাইফেল (এসএলআর) ব্যবহার করে তার কপালে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বন্দুকের আওয়াজ পেয়ে কর্মরত অন্যান্য কর্মীরা দ্রুত শৌচালয়ের দিকে দৌড়ে যান এবং সেখানে গিয়ে দেখেন যশপাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তিনি প্রস্থান টার্মিনালে ডিউটিতে ছিলেন।

   

বিমানবন্দর পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তিনি কোনও সুইসাইড নোট রেখে গেছেন কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যশপালের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আত্মহত্যার ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

পারিবারিক সমস্যার কারণে কি তিনি আত্মহত্যা করেছেন? অন্য কোনও কারণে তা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ২০১৭ সালে যশপাল সিআইএসএফ-এ যোগ দেন।