PM Modi: কেন সকলে কংগ্রেস ছাড়ছেন? সিক্রেট ফাঁস করলেন খোদ প্রধানমন্ত্রী

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে কংগ্রেস দলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে…

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে কংগ্রেস দলকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ‘উন্নত ভারত উন্নত রাজস্থান’ কর্মসূচিতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেন, কংগ্রেসের একমাত্র অ্যাজেন্ডা হল ‘মোদী বিরোধী’ অ্যাজেন্ডা। কোনও দল যখন পরিবারতন্ত্রের দুষ্টচক্রে আটকা পড়ে তখন এমনটাই হয়।’ প্রধানমন্ত্রী বলেন, মোদীকে গালি দেওয়াই হল কংগ্রেসের একমাত্র অ্যাজেন্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজস্থান সম্পর্কিত ১৭,০০০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং বলেছেন যে উন্নত ভারতের জন্য উন্নত রাজস্থান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মোদী বলেন, ‘কংগ্রেসের একটাই অ্যাজেন্ডা, মোদীকে গালি দেওয়া। তারা উন্নত ভারতের নামও করে না কারণ মোদী এর জন্য কাজ করে, তারা ‘মেড ইন ইন্ডিয়া’ এবং ‘ভোকাল ফর লোকাল’ সমর্থন করে না কারণ মোদী তাদের সমর্থন করে। .. মোদী যাই করুন না কেন, তারা উল্টোটা করবেন, তাতে দেশের ক্ষতি হলেও হবে। কংগ্রেসের একটাই অ্যাজেন্ডা ‘মোদী বিরোধী’, দলটি ‘প্রচণ্ড মোদী বিরোধী’।’

বর্তমানে অনেকেই আছেন যারা কংগ্রেস দল ছাড়ছেন। এর কারণ কী তা খোলসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, “সবাই কংগ্রেস ছেড়ে দিচ্ছেন কারণ তাঁরা নেপোটিজম ও পরিবারতান্ত্রিক রাজনীতির ভয়ঙ্কর চক্রব্যূহের মাঝে আটকে পড়েছিলেন।”

মোদী বলেন, ‘কংগ্রেসের একটা বড় সমস্যা হল, তারা সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে ইতিবাচক নীতি তৈরি করতে পারে না। কংগ্রেস ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করতে পারে না বা ভবিষ্যতের জন্য তার কোনও রোডম্যাপ নেই। কংগ্রেসের এই চিন্তাধারার কারণে ভারত তার ক্ষমতাসীন ব্যবস্থার জন্য কুখ্যাত ছিল। কয়েক ঘণ্টা ধরে সারা দেশ অন্ধকারে ডুবে ছিল। বিদ্যুৎ ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। ক্ষমতায় আসার পর আমরা দেশকে বিদ্যুতের চ্যালেঞ্জ থেকে বের করে আনার দিকে মনোনিবেশ করেছি,’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৪ সালের আগে সারা দেশে বড় বড় কেলেঙ্কারি হচ্ছে, প্রতিদিন বোমা বিস্ফোরণের কথা বলা হচ্ছে। মানুষ ভাবছিল তাদের এবং দেশের কী হবে। কংগ্রেস আমলে চারদিকে এই পরিবেশ ছিল। কিন্তু আজ আমরা উন্নত ভারত, উন্নত রাজস্থানের কথা বলছি।