ATK Mohun Bagan: এখনও কতটা প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে মোহনবাগানের? জেনে নিন বিস্তারিত

ATK Mohun Bagan ISL

মঙ্গলবার হায়দরাবাদ এফসির (Hyderabad FC) কাছে হারের পর থেকে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সমর্থকদের এখন একটাই প্রশ্ন, এখন আর কি কোনও ভাবেই প্লে-অফে পৌঁছতে পারবে না সবুজ মেরুন শিবির? আর যদিও বা পারে তাহলে কীভাবে ? এটিকে মোহনবাগানের বর্তমান পয়েন্ট সংখ্যা ১৮ ম‍্যাচে ২৮।

আরও পড়ুন: Juan Ferrando: নিজেকে প্রমাণ করার জন্য পরের ম্যাচের প্রস্তুত নিচ্ছেন মোহনবাগান কোচ

   

তাদের ঠিক নীচে সম সংখ্যক ম‍্যাচে সম-সংখ‍্যক পয়েন্ট নিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি। এবং ১৮ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে আছে এফসি গোয়া, সম-সংখ্যক ম‍্যাচে সম-সংখ‍্যক পয়েন্ট নিয়ে সাত নম্বর পজিশনে আছে ওড়িশা এফসি। এটিকে মোহনবাগানের এখন বাকি রয়েছে দুটো ম‍্যাচ, একটা কেরালা ব্লাস্টার্স এফসির সাথে এবং আরেকটি ইস্টবেঙ্গলের সাথে। এই দুই ম‍্যাচ থেকে অন্তত চার পয়েন্ট সংগ্রহ করতেই হবে এটিকে মোহনবাগানকে, যদি তাদের কোয়ালিফাই করতে হয়। যদি একটা ম‍্যাচ হেরে যায় ফেরান্দোর দল,তখন তাদের বাকি দল গুলোর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুন: ISL: ধারাবাহিকতা বজায় রেখে নিজামের শহরে ফের হারল মোহনবাগান 

বুধবার আইএসএলের ম‍্যাচে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। আজ যদি বেঙ্গালুরু হেরে যায় অথবা ড্র করে এরপরে বেঙ্গালুরুর পরবর্তী ম‍্যাচ খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। গোয়াও কোয়ালিফাই করতে মরিয়া,এরকম একটা পরিস্থিতিতে বেঙ্গালুরু এফসি যদি তাদের পরপর এই দুই ম‍্যাচ হেরে যায় তাহলে তাদের আশা শেষ হবে। এই লিগ-টেবিলে ওড়িশা এফসি ছাড়া এক থেকে ছয়ের মধ্যে থাকা প্রতিটা দলের একে অপরের বিরুদ্ধে ম‍্যাচ আছে।

আরও পড়ুন: Remove ATK: মোহনবাগানের ম‍্যাচ চলাকালীন পড়ল রিমুভ এটিকে স্লোগান

সেই সব ম‍্যাচ গুলোতে যে দল হারবে তাদের প্লে অফে জায়গা করার সম্ভাবনা কমবে, শুধুমাত্র হায়দরাবাদ এফসি বাদে। এটিকে মোহনবাগানে তাদের বাকি থাকা দুটো ম‍্যাচ জিততে পারলেই নিশ্চিত ভাবে প্লে-অফে কোয়ালিফাই করবে। সেটা সম্ভব না হলে অন্তত এক ম‍্যাচে জয় এবং আরেকটি ড্র করতেই হবে সবুজ মেরুন শিবিরকে। ডার্বি ম‍্যাচটাই এটিকে মোহনবাগানের প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে নির্নায়ক ম‍্যাচ হতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন