ISL: ধারাবাহিকতা বজায় রেখে নিজামের শহরে ফের হারল মোহনবাগান

ISL: হায়দরাবাদ এফসি (Hyderabad FC) তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)৷

ATK Mohun Bagan concede defeat to Hyderabad FC

ISL: হায়দ্রাবাদের (Hyderabad FC) কাছে হেরে পয়েন্ট নষ্ট করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ঘরের মাঠে মেরিনার্সদের ১-০ গোলে পরাজিত করল নিজামের শহরের ফুটবল দল৷ হায়দ্রাবাদের হয়ে গোলটি করেন ওগবেচে। কলকাতায় হারের পর ঘরের মাঠে প্রতিশোধ নিল হায়দ্রাবাদ। একইসঙ্গে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল তাঁরা।

আরও পড়ুন: Cleiton Silva: ইস্টবেঙ্গল ‘হিরো’ ক্লেইটনকে পেতে মুখিয়ে আছে বেশ কিছু ক্লাব

এদিন জয়ের পর ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেল হায়দ্রাবাদ। অন্যদিকে, ২৮ পয়েন্টে আটকে থেকে আরও জটিলতার মুখে পড়তে হল মেরিনার্সদের৷ এই ম্যাচে জয় হাশিল করে তৃতীয় স্থানে পৌঁছতে চেয়েছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু হারের পর জটিলতার সম্মুখীন হলেন জুয়ান ফেরান্দোরা।

আরও পড়ুন: Tripura Election 2023: বিরোধী জোট জিতলে ফের ত্রিপুরায় উপজাতি মুখ্যমন্ত্রী?

যদিও চোটের কারণে এই মুহুর্তে বিরাট সমস্যার মুখে মোহনবাগান৷ হুগো বুমোস ছাড়াও ছয় জন খেলোয়াড়ের চোটের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এদিন তার প্রভাব পড়ল ম্যাচেও। প্রথমার্ধে নিজেদের অধীনে বল রাখলেও দ্বিতীয়ার্ধে একেবারে নড়বড়ে হয়ে পড়ে সবুজ মেরুন শিবির। তবে প্রথমার্ধে সবুজ মেরুন একাধিক সুযোগ হাতছাড়া ম্যাচ হাতের বাইরে চলে যায়।

আরও পড়ুন: Business Idea: ভারত ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে! আজই চাষ শুরু করে লাখ টাকা আয় করুন

দ্বিতীয়ার্ধে সুযোগ বুঝে ওগবেচেকে ব্যবহার করেন তাদের টেলিসম্যান। ৮৬ মিনিটের মাথায় তাঁর গোল শুধুমাত্র হায়দ্রাবাদের জয় সুনিশ্চিত করেন, বরং ম্যাচের সেরা প্লেয়ার হিসেবে ওগবেচেকে মনোনীত করে। একাধিক চোটের কারণে এদিনেও নড়বড়ে সবুজ মেরুন। দলের অধিকাংশ পরিবর্ত ফুটবলাররা তৈরি নন৷ সেটা বোঝা গেল এখন থেকেই৷