Juan Ferrando: নিজেকে প্রমাণ করার জন্য পরের ম্যাচের প্রস্তুত নিচ্ছেন মোহনবাগান কোচ

ছ’নম্বর হারের পরও হতাশায় ভেঙে পড়লেন না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)৷

Juan Ferrando

ছ’নম্বর ম্যাচ হারের পরও হতাশায় ভেঙে পড়লেন না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)৷ বরং নিজেকে এবং দলকে প্রমাণ করার জন্য  পরিকল্পনাক কথা শোনা গেল তাঁর গলায়৷ মঙ্গলবার গতবারের আইএসএ চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি তাদের ঘরের মাঠে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে দুই নম্বরে থাকা নিশ্চিত করে নিয়েছে৷ এখন তারা সোজা সেমিফাইলানে খেলবে৷

পরপর টানা তিনটি ম্যাচে জয় না পাওয়ার পরে এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো ফেরান্দো সাংবাদিকদের বলেন, “আমাদের এতজন খেলোয়াড় চোট-আঘাতে জর্জরিত যে, পরিকল্পনা বদলাতে হয়। দ্বিতীয় স্থান সুনিশ্চিত করার জন্য হায়দরাবাদকে অভিনন্দন। ওগবেচে সত্যিই অসাধারণ ফুটবলার। ওই সময়ে গোল খেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। তিন পয়েন্ট খোয়ানোটা খুবই হতাশাজনক। তবে হায়দরাবাদ যে যথেষ্ট ভাল দল, তা তো মেনে নিতেই হবে। ওরা দু’মরশুম ধরে সবাই একসঙ্গে খেলছে। ওদের মধ্য বোঝাপড়া, সমঝোতা সব কিছুই ভাল।

   

ATK Mohun Bagan concede defeat to Hyderabad FC

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে, এখন পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে। আমাদের পরিস্থিতি কঠিন, আরও চারটে দল আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এসব ভেবে শক্তিক্ষয় করার কোনও মানে হয় না। আমাদের হাতে মাত্র দু-তিনদিন আছে। শনিবার পরের ম্যাচ রয়েছে। আমাদের এখন চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিতে হবে। প্লে অফে উঠে ছেলেদের বড় ক্লাবের হয়ে খেলার যোগ্যতার প্রমাণ দিতে হবে। সমর্থকদের আমরা হতাশ করেছি। কিছু কিছু সময় চোট-আঘাতের সমস্যার জন্য আমরা সাফল্য পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। এ রকম কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রমাণ দিতে হবে”।

স্প্যানিশ আরও কোচ বলেন, “আজ (মঙ্গলবার) আমাদের হাতে ১৯-২০ জন খেলোয়াড় ছিল। শুভাশিস, হুগো, কার্লকে পাইনি আজ। আরও কত চোট-আঘাত আগে লেগেছে তাও মনে করুন। চোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে কার্যত আরও একটি দল গড়ে ফেলা যায়। একটা দলকে নিয়ে প্রস্তুতি সারার পর ৬-৭জন চোটের জন্য যদি বসে যায়, তা হলে কার্যত অন্য দল নিয়ে খেলতে হয়। কিন্তু ফুটবল এমনই”।