ATK Mohun Bagan: হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে জোড়া ধাক্কা খেল সবুজ-মেরুন শিবির

আইএসএলের পরবর্তী ম‍্যাচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হওয়ার আগে বিরাট ধাক্কা খেলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির।

Mohunbagan_Tiri_liston

আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হওয়ার আগে বিরাট ধাক্কা খেলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির। ইতিমধ্যে লিগ শিল্ড জিতে নিয়েছে মুম্বই সিটি এফসি। তবে এখনো লিগের প্রথম ছয় স্থানে শেষ করতে চলেছে কারা,সেটা এখনও নিশ্চিত নয়। এখনো এটিকে মোহনবাগানের কাছে সুযোগ আছে প্রথম ছয়ের মধ্যে স্থান করে নেওয়ার। এখন আইএসএলের প্রতিটা ম‍্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ এটিকে মোহনবাগানের জন্যে।

এমন গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে ম‍্যাচ খেলতে নামার আগেই বিরাট ধাক্কা খেলো সবুজ মেরুন শিবির। চোট লাগার কারণে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলতে পারবেন না কার্ল ম‍্যাঘিউ।শেষ ম‍্যাচে হাফ টাইমে তুলে নিতে বাধ‍্য হয়েছিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।এতোটাই তিনি চোট পেয়েছিলেন।

শোনা যাচ্ছে এই বিদেশি ফুটবলারের কুঁচকির চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। চলতি মরশুমে এটিকে মোহনবাগানের মাঝমাঠ দারুণ সামাল দিচ্ছিলে কার্ল ম‍্যাঘিউ, তিনি এই ম‍্যাচে না খেললে ভীষণ সমস‍্যায় যে পড়তে চলেছে এটিকে মোহনবাগান,সেই কথা বলাই বাহুল‍্য।ম‍্যাঘিউর বদলে এই গুরুদায়িত্ব কে সামলাবেন সেটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন।

ম‍্যাঘিউ ছাড়া হায়দরাবাদ ম‍্যাচ খেলতে পারবেন না আশিক কুরুনিয়ান। ওড়িশা ম‍্যাচে লাল কার্ড দেখার প‍র থেকে তার সাসপেনশন জারি আছে এখনও।এখনো সাসপেনশন ওঠেনি। উইংগার হিসেবে লিস্টন কোলাসো ভালো খেলতে পারছেন না, ম‍্যাচ ফিট হয়ে ওঠেননি মনবীর সিং। এমন একটা পরিস্থিতি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কেমন আক্রমণ করে সবুজ মেরুন এখন সেটাই খুব চিন্তার একটা বিষয়।