West Bengal: সচিব নিয়ে বিতর্কের মাঝে ধনকড়ের থেকে গুরুমন্ত্র নিলেন আনন্দ!

পশ্চিমবঙ্গে (West Bengal) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) রাজ্যপাল (Governor) পদে থাকাকালীন রাজ্যের সঙ্গে বিবাদ চরমে পৌঁছেছিল৷

Governor CV Anand Bose Jagdeep Dhankar

পশ্চিমবঙ্গে (West Bengal) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) রাজ্যপাল (Governor) পদে থাকাকালীন রাজ্যের সঙ্গে বিবাদ চরমে পৌঁছেছিল৷ এরপর সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সুচনাপর্বে সেই ক্ষতে প্রলেপ দিয়েছিল রাজ্য। কিন্তু শনিবার থেকে ছবিটা ক্রমশ বদলাতে শুরু করল৷ সোমবার প্রধান সচিবকে সমস্ত কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে সোমবার সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাত হল প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের।

আরও পড়ুন: Raj Bhavan: মমতা-প্রিয় নন্দিনীকে সরিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে শাহী বৈঠক

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর, এদিন দুই পক্ষের মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক হয়৷ গত কয়েক দিন ধরে যে উষ্ণতা দুই পক্ষের মধ্যে চলছিল, তা একধাপ বেড়েছে৷ কিন্তু কী বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনা হল? তা নিয়ে জল্পনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ অনেকেই মনে করেছেন, রাজ্যপাল পদে থাকাকালীন রাজ্য সরকারকে প্রচুর চাপে ফেলেছিলেন ধনকড়৷ কীভাবে সেই কাজ করেছিলেন? সেবিষয়েই পরামর্শ নিতে দিল্লিতে সাক্ষাত সারলেন তিনি।

আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় রাজ্যপালের বক্তব্য ইস্যুতে ‘বিস্ফোরক’ শুভেন্দু

প্রকাশ্যে এসেছে প্রাক্তন ও বর্তমান রাজ্যপালের সাক্ষাতের সেই ছবি। ধনখড়কে হলুদ গোলাপের তোড়া উপহার দিয়েছেন রাজ্যপাল। রবিবার গভীর রাতে দিল্লিতে পৌঁছন সিভি আনন্দ বোস। চাণক্যপুরীর বঙ্গভবনে ওঠেন তিনি। সোমবার অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে জল্পনা চলছিল। কিন্তু তা আদতে হল না৷

আরও পড়ুন: ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই হিন্দু: রাজ্যপাল

ইতিমধ্যেই প্রধান সচিব পদ থেকে নন্দিনীকে অব্যহতি দিয়েছে রাজভবন৷ কিন্তু নবান্নের তরফে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কিছুই জানানো হয়নি৷ আগামী দিনে বিবাদের উত্তাপ আরও কয়েকধাপ বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।