Raj Bhavan: মমতা-প্রিয় নন্দিনীকে সরিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে শাহী বৈঠক

ধনকড় পর্বের অবসান ঘটিয়ে গত দুই মাস ধরে রাজ্য ও রাজ্যপালের (Governor) মধ্যে তৈরি হয়েছে সুসম্পর্কের বন্ধন৷ কিন্তু শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পর পরিবর্তন হল রাজভবনের (Raj Bhavan) হাওয়া৷

Nandini Chakraborty

ধনকড় পর্বের অবসান ঘটিয়ে গত দুই মাস ধরে রাজ্য ও রাজ্যপালের (Governor) মধ্যে তৈরি হয়েছে সুসম্পর্কের বন্ধন৷ কিন্তু শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পর পরিবর্তন হল রাজভবনের (Raj Bhavan) হাওয়া৷ প্রথমে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে তলব করলেন রাজ্যপাল৷ এরপরেই প্রধান সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। সুকান্ত বৈঠকের পরেই আজ শাহী সাক্ষাতে দিল্লি যাওয়ার কথা ড: সিভি আনন্দ বোসের।

আরও পড়ুন:Real 3 Idiots: তুষারপাতে আটক গর্ভবতীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রসব করালেন চিকিৎসক

রাজভবন সূত্রে খবর, নন্দিনী চক্রবর্তীকে প্রধান সচিব পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নবান্নকে জানানো হয়েছে। যদিও নবান্ন বা রাজভবনের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে নন্দিনীর অবস্থান নিয়ে রাজ্য বিজেপি যে খুশি নয়, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: 700-day movement: রাজ্য সরকারের বিরুদ্ধে কালো কাপড় পরে অবস্থান আন্দোলন চাকরিপ্রার্থীদের

শনিবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর অবশ্য শুভেন্দু জানিয়েছিলেন, রাজ্যপাল ট্র‍্যাকে ফিরছেন৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া বিবৃতি দিতে দেখা যায় রাজভবনের তরফে। নন্দিনীর ঘটনাও একই কারণে হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যের সঙ্গে রাজভবনের সুসম্পর্ক, সেখানে বিজেপির গুরুত্ব না পাওয়ার পিছনে অনেকে নন্দিনীকে দায়ি করছিলেন। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হল?

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের দিকে আঙ্গুল তুলে বির্তকে ‘বাংলার নিজের মেয়ে’

যদিও এবিষয়ে কিছু বলতে নারাজ তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, এই বিষয়ে কোনও খবর আমাদের কাছে নেই। রাজভবন থেকেও কোনও বার্তা নেই। ফলে প্রতিক্রিয়ার প্রশ্ন নেই। হয় এটি ভিত্তিহীন রটনা। অন্যথায় দিল্লি থেকে বিজেপির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, যেটি আগামীকাল বোঝা যাবে। তাই এখন কিছু বলার নেই।