আইএসএলে খাদের কিনারায় ATK মোহনবাগান

আগামী রবিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান খেলতে নামবে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে মেরিনার্সরা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনও তিন…

ATK Mohun Bagan

আগামী রবিবার ফর্তোদরা PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান খেলতে নামবে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে মেরিনার্সরা ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এখনও তিন নম্বরে টিকে রয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি ১৮ ম্যাচে ২৬ পয়েন্টে ছ’নম্বরে।

চলতি ISL টুর্নামেন্টে ATK মোহনবাগানকে পয়েন্ট টেবিলের প্রথম চারে জায়গা পাকা রাখতে গেলে রবিবারের ম্যাচ সহ ৩ মার্চ চেন্নাইন এফসি এবং ৭ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে জিততেই হবে। কেরালা ব্লাস্টার্স এফসি বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দোর ভবিষৎবাণী ছিল,”টুর্নামেন্টের শীর্ষস্থান এবং সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত এবং ইতিমধ্যেই মরসুমে প্রচুর টুইস্ট এবং বাঁক দেখেছে।” 

ISL লিগ টেবিলের এখন যা পরিস্থিতি তাতে করে সবুজ মেরুন ব্রিগেডের কাছে আসন্ন তিন ম্যাচই হল ‘ডু অর ডাই’ সিচুয়েশন। তিন ম্যাচ জিতলে ৪০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে যাবে। আর যদি নিজেদের শেষ তিন ম্যাচের মধ্যে ড্র বা হারের মুখ দেখতে হয় তাহলে জটিল অঙ্কের মায়াজালে ফেঁসে যাবে মনবীর সিং’রা। শেষ তিন ম্যাচের মধ্যে দুম্যাচে জিতলে লিস্টন কোলাসোরা শেষ চারে গুঁতো খেয়ে উঠবে। 

আর শেষ তিন ম্যাচেই যদি হুয়ান ফেরান্দোর ব্রিগেড প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করে বসে, তাহলে ISL টুর্নামেন্টে ‘চাতক পাখির’ মতো ATK মোহনবাগানকে চেয়ে থাকতে হবে টুর্নামেন্টের বাকি দলগুলোর স্কোরলাইনের দিকে!