East Bengal: লাল-হলুদের দল গঠন নিয়ে মুখ খুললেন ক্লাব শীর্ষকর্তা, কি বলছেন তিনি?

শেষ আইএসএলে দলের হতশ্রী পারফরম্যান্স দেখার পর থেকেই নড়েচড়ে বসে লাল-হলুদ (East Bengal) শিবির। নিজের লগ্নিকারী সংস্থার সঙ্গে একাধিকবার বৈঠকে বসতে শুরু করেন ক্লাবের সাবেক কর্তারা।

East Bengal's Crowdfunding Initiative

শেষ আইএসএলে দলের হতশ্রী পারফরম্যান্স দেখার পর থেকেই নড়েচড়ে বসে লাল-হলুদ (East Bengal) শিবির। নিজের লগ্নিকারী সংস্থার সঙ্গে একাধিকবার বৈঠকে বসতে শুরু করেন ক্লাবের সাবেক কর্তারা। দুই পক্ষের আলোচনার মাধ্যমে ঠিক হয় সুপার কাপের পর থেকেই ফেরে ঢেলে সাজানো হবে গোটা দলকে। সেইসাথে বদলে ফেলা হবে দলের কোচকে।

সেইমতো সুপার কাপ শেষ হওয়ার কিছুদিন পরেই ক্লাবের ফেসবুক পেজ থেকে ব্রিটিশ কোচ স্টিফেন কন্সট্যান্টাইন কে বিদায় জানানো হয়। তার বদলে আগামী দুটি মরশুমের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। যার কাধে চেপে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। এবার তার উপরেই ভরসা রেখে এগোতে চাইছে ইস্টবেঙ্গল। পাশাপাশি দল গঠনের ক্ষেত্রে নন্দকুমার শেখর থেকে শুরু করে ইভান ভন্সপল ও হায়দরাবাদের তারকা স্ট্রাইকার জাভির সিভেরিওর নাম উঠে আসতে থাকে।

তবে এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি ক্লাবের তরফে। যারফলে, দুশ্চিন্তা থেকে যাচ্ছে সমর্থকদের মধ্যে। বলাবাহুল্য, একটা সময় দলবদলের ক্ষেত্রে অন্যান্য দলের সাথে পাল্লা দিয়ে খেলোয়াড় চূড়ান্ত করার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের নাম ব্যাপকভাবে উঠে আসতে থাকলেও বর্তমানে অনেকটাই কমে গিয়েছে সেই গতি।

তার বদলে দলবদলের বাজারে ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করেছে ওডিশা। গতকাল লোবেরা কে তাদের কোচ হিসেবে ঘোষণা করার পর থেকেই একের পর এক খেলোয়াড় কে দলে টানার পরিকল্পনা করে হতে থাকে তাদের তরফে। অন্যদিকে, খেলোয়াড় নির্বাচিত করার ক্ষেত্রে অনেকটাই স্লথ ইস্টবেঙ্গল। সেই নিয়েই গতকাল মুখ খোলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন বলেন,” দল গঠনের কাজ চলছে। আমাদের সাথে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। আমাদের সাথে পরামর্শ করেই সমস্ত কিছু এগোচ্ছে। সময়মতো সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে।” অর্থাৎ, সঠিক সময় সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু।