ATK Mohun Bagan: প্রবীরের পর আরও এক ডিফেন্ডার বাগান ছাড়তে পারেন

ক্রমে হালকা হচ্ছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াড। দল বদলের বাজারে তেমনই জল্পনা। প্রবীর দাসের পর আরও এক সাইড ব্যাকের জার্সি পরিবর্তন করা…

ATK Mohun Bagan: প্রবীরের পর আরও এক ডিফেন্ডার বাগান ছাড়তে পারেন

ক্রমে হালকা হচ্ছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াড। দল বদলের বাজারে তেমনই জল্পনা। প্রবীর দাসের পর আরও এক সাইড ব্যাকের জার্সি পরিবর্তন করা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আগামী মরশুমে সম্ভবত এটিকে মোহন বাগানে থাকবেন না আশুতোষ মেহেতা (Asutosh Mehta)।

আরও পড়ুন: সার্বিয়া, সুইৎজারল্যান্ডের জাতীয় দলে খেলা ফরোয়ার্ডকে নিতে আগ্রহী ATK Mohun Bagan

প্রাপ্ত খবর অনুযায়ী আশুতোষ মেহেতাকে রিলিজ করতে চলেছে এটিকে মোহন বাগান। তাঁকে সই করানোর জন্য একাধিক ক্লাব মুখিয়ে রয়েছে। সবুজ মেরুন তাঁবু থেকে বেরিয়ে আশুতোষ ধরতে পারেন কেরালা কিংবা চেন্নাই যাওয়ার যান।

আরও পড়ুন: ATK Mohun Bagan : হাবাসের সময়কার এই ফুটবলারও বাগান ছাড়তে পারেন

Advertisements

২০২১ সালে যোগ দিয়েছিলেন এটিকে মোহন বাগানে। কুড়িটির কাছাকাছি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও অংশ নিয়েছিলেন। 

কলকাতার সঙ্গে আশুতোষের যোগাযোগ অনেক দিনের। আগে খেলেছিলেন মোহনবাগানে। কিবু ভিকুনার কোচিংয়ে উল্লেখযোগ্য ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। তারও আগে ২০১৭-১৮ মরশুম সই করেছিলেন এটিকেতে।