Bandel Jn: বিকেল থেকে বন্ধ ব্যান্ডেল, নেপাল সীমান্ত পর্যন্ত দূরপাল্লার ট্রেন বাতিল

টানা ৭২ ঘন্টা বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন (Bandel Jn)। এর জেরে পশ্চিমবঙ্গ থেকে সুদূর নেপাল সীমান্তের রক্সৌল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল। সেইসঙ্গে লোকাল…

টানা ৭২ ঘন্টা বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন (Bandel Jn)। এর জেরে পশ্চিমবঙ্গ থেকে সুদূর নেপাল সীমান্তের রক্সৌল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল। সেইসঙ্গে লোকাল ট্রেন পরিষেবা বিপর্যস্ত হতে চলেছে।

কলকাতা-শিয়ালদহ-হাওড়া থেকে মেন লাইনে চলাচলকারী লোকাল ও এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রীরা চরম বিপাকে। আগামী ৩ দিনের জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। জানা গিয়েছে, রেলের ইন্টারলকিংয়ের কাজের কারণেই স্টেশন বন্ধ থাকবে। শুক্রবার বিকেল থেকে বন্ধ থাকবে এই স্টেশন। ট্রেন চলাচলে যে ভীষণ সমস্যা হবে, তা জানিয়ে আগেই দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

   

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৪০ জোড়া ট্রেন ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার হাওড়া থেকে মেন শাখায় বর্ধমান জংশনগামী শেষ লোকাল ছাড়বে বেলা সাড়ে ১২টায়। হাওড়া থেকে ব্যান্ডেলগামী শেষ লোকাল ছাড়বে বেলা ১টা ৩৩ মিনিটে। দুপুর ১২টা ১০ মিনিটে ছাড়বে কাটোয়াগামী শেষ লোকাল।

এক নজরে বাতিল গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি

বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, শিয়ালদহ-আসানসোল ইন্টার সিটি, মালদহ ইন্টার সিটি, ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, জামালপুর কবিগুরু, হুল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, গণদেবতা, কুলীক, বালুরঘাট, তিস্তা তোর্সা, রাধিকাপুর, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে, পাহাড়িয়া, কামাখ্যা-পুরী, শিয়ালদহ-রামপুরহাট লোকাল, বলিয়া এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা, গঙ্গাসাগর এক্সপ্রেস, রক্সৌল-মিথিলা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।