CPIM: বিরোধী বিজেপির ভয়াবহ ভাঙন, হাবড়ায় বামেরা বড় কাঁটা

একুশের বিধানসভা ভোটে বিপুলভাবে হেরেছে বামেরা (CPIM)। এতটা খারাপ ফল হয়তো কেউই আশা করেনি কেউ। শুধু তাই নয়, উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে বামেরা। তবে কলকাতা…

একুশের বিধানসভা ভোটে বিপুলভাবে হেরেছে বামেরা (CPIM)। এতটা খারাপ ফল হয়তো কেউই আশা করেনি কেউ। শুধু তাই নয়, উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে বামেরা। তবে কলকাতা পুরনিগমে চমক দিয়ে ভোটের নিরিখে দ্বিতীয় হয় বামফ্রন্ট। বিরোধী দল বিজেপি নেমেছে তিন নম্বরে। প্রবল ভাঙনে জর্জরিত বিজেপি (BJP)।

দলের আশঙ্কা, পুরভোটেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে নাকি কিছুটা ব্যতিক্রম হবে? তা হয়তো সময়ই বলবে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আসন্ন ভোটের জন্য ড্যামেজ কন্ট্রোল করতে পারবে বামেরা? নাকি আবারও খালি হাতেই ফিরতে হবে দলকে?

এরই মাঝে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করলো। রবিবার সন্ধ্যে নাগাদ হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে সিপিএমের নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে বামফ্রন্ট ২৪ জনের নাম ঘোষণা করেন। গতবারের জয়ী প্রার্থী আছেন ৬ জন, ১০ জন মহিলা প্রার্থী এবং রেড ভলেন্টিয়ার্স রয়েছে ৮ জন। আর এই প্রার্থী তালিকায় নতুন প্রজন্মকে জোর দেওয়া হয়েছে। করোনার সময় রেড ভলেন্টিয়ার্স মানুষের পাশে ছিল,আগামী দিনে এরাই হাবরা বাসির পাশে থাকতে চায় তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উপর জোর দেওয়া হয়েছে বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে হাবড়াতে ২৪ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। সিপিএম জয়লাভ করেছিল আটটি ওয়ার্ডে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এবার সিপিএম হাবরা পৌরসভার দখল করবে। তিনি আরও জানান, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার হাবড়ায় কোনও উন্নয়ন হয়নি৷ নীল-সাদা রঙের প্রলেপ পড়েছে বামেদের তৈরি একাধিক উন্নয়নমূলক কাজে৷ হাবড়ার বাসিন্দা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার জন্য নতুন কোনও উন্নয়ন করেননি।