সার্বিয়া, সুইৎজারল্যান্ডের জাতীয় দলে খেলা ফরোয়ার্ডকে নিতে আগ্রহী ATK Mohun Bagan

বিশ্বমানের এক ফুটবলারকে নিতে আগ্রহী এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিষয়টি জল্পনার স্তরে থাকলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সম্প্রতি শোনা গিয়েছিল ট্রান্সফার মার্কেটে…

বিশ্বমানের এক ফুটবলারকে নিতে আগ্রহী এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিষয়টি জল্পনার স্তরে থাকলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সম্প্রতি শোনা গিয়েছিল ট্রান্সফার মার্কেটে চমক দিতে পারে সবুজ মেরুন শিবির।

মনে করা হচ্ছে যে সার্বিয়ার জাতীয় দলে খেলা ফরোয়ার্ড অ্যালেকজন্দার প্রিজোভিককে দলে নিতে আগ্রহী এটিকে মোহন বাগান। সার্বিয়ার জাতীয় দলের পাশাপাশি সুইৎজারল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলেও তিনি খেলেছেন। পরিসংখ্যান অনুযায়ী, তাঁর করা গোলেই ২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে যোগ্যতা অর্জন করেছিল সার্বিয়া।

আরও পড়ুন: দলবদলের বাজারে বাগানের এই ৭ ফুটবলারকে নিয়ে চলছে জল্পনা

অ্যালেকজন্দারের এই ক্লাব কেরিয়ার দীর্ঘ। ৩২ বছর বয়সী পেশাদার এই ফুটবলার খেলেছেন বহু ক্লাবে। শেষবার ২০২১ সালে তিনি যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন ইউনাইটেডে। সেখানে ২৬ ম্যাচে করেছেন ১২ টি গোল।

এতদিন রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস দু’জনে ছিলেন এটিকে মোহন বাগানের প্রধান দুই ফরোয়ার্ড। আগামী মরশুমের আগে উভয়কে নিয়েই রয়েছে জল্পনা। উইলিয়ামসের মুম্বই সিটির জার্সি পরা প্রায় পাকা। রয় কৃষ্ণাও যোগ দিতে পারেন অন্য ক্লাবে। এই পরিস্থিতি আক্রমণভাগে অন্তত একজন ভালো মানের ফরোয়ার্ড দরকার বাগানের।