ATK Mohun Bagan : দল বদলের বাজারে বাগানের এই ৭ ফুটবলারকে নিয়ে চলছে জল্পনা

আগামী মরশুমে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বেশ কয়েকজন ফুটবলার দল বদল করতে পারেন বলে জল্পনা চলছে। ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণার মতো ফুটবলারদের নিয়ে…

আগামী মরশুমে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) বেশ কয়েকজন ফুটবলার দল বদল করতে পারেন বলে জল্পনা চলছে। ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণার মতো ফুটবলারদের নিয়ে ফুটবল মহলে আলোচনা। এক নজরে দেখে নেওয়া যাক জল্পনায় থাকা সেই সমস্ত ফুটবলারদের নামের তালিকা:-

ডেভিড উইলিয়ামস (David Williams) : এটিকে মোহন বাগান ছাড়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। আগামী মরশুমে তাঁকে দেখা যেতে পারে মুম্বই সিটি ফুটবল ক্লাবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রয় কৃষ্ণা (Roy Krishna) : উইলিয়ামসের মতো রয় কৃষ্ণার ভবিষ্যত্ নিশ্চিত নয়। আগামী মরশুমে ফিজিয়ান তরকাকেও হয়তো সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না। ইস্টবেঙ্গল সহ একাধিক ক্লাবের প্রস্তাব তাঁর কাছে রয়েছে বলে খবর। অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রবীর দাস (Prabir Das) : এটিকে মোহন বাগানের প্রায় ঘরের ছেলে বলা চলে। দীর্ঘ দিন রয়েছে গঙ্গা পারের ক্লাবে। সামনের মরশুমে হয়তো বেঙ্গালুরু এফসিতে খেলবেন।

সুমিত রাঠি (Sumit Rathi) : এটিকে এবং এটিকে মোহন বাগানে রয়েছে দীর্ঘ দিন। তবে সুযোগ খুব বেশি পাননি। আসন্ন মরশুমে বছর কুড়ির এই তরুণ এই বদল করতে পারেন বলে জল্পনা।

মাইকেল সুসাইরাজ (Michael Soosairaj) : ইনিও কলকাতার ক্লাবে রয়েছেন বেশ কিছু দিন হল। ক্রমে কমে এসেছিল ম্যাচ টাইম। চোট সমস্যাতেও ভুগেছেন। মাইকেলও দল বদল করতে পারেন।

সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) : বিদেশ থেকে ফিরে যোগ দিয়েছিলেন এটিকে মোহন বাগানে। চোট সমস্যা থাকলেও ভারতীয় ফুটবলের অন্যতম নামী তারকা তিনি। ফের ইউরোপে যাওয়ার বিমানে তিনি উঠতে পারেন এমন সম্ভাবনা রয়েছে।

প্রীতম কোটাল (Pritam Kotal) : সবুজ মেরুন বাহিনীর পোড়খাওয়া সৈনিক। প্রীতমকে নিয়েও অল্প বিস্তর জল্পনা রয়েছে। শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলের নাম। তবে আগামী মরশুমেও তিনি বাগানে থাকবেন বলে মনে করা হচ্ছে।