ATK Mohun Bagan: ড্র করে প্রবল সমস্যায় জড়াল মোহনবাগান

বৃহস্পতিবার জামশেদপুর এফসির ঘরের মাঠে আইএসএলের ম‍্যাচে সংশ্লিষ্ট ম‍্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)

ATK Mohun Bagan Jamshedpur FC

বৃহস্পতিবার জামশেদপুর এফসির ঘরের মাঠে আইএসএলের ম‍্যাচে সংশ্লিষ্ট ম‍্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। হুগো বুমোস না থাকায় আজ শুরু থেকে এটিকে মোহনবাগান কে খানিকটা অগোছালো লাগছিলো, অবশ‍্য সবুজ মেরুন আক্রমনাত্মক খেলছিল।

আরও পড়ুন:LPG Cylinder Price: গ্যাস সিলিন্ডার কবে সস্তা হবে? সংসদে জানালেন পেট্রোলিয়ামমন্ত্রী

এই আক্রমণাত্মক ফুটবলকে কাজে লাগাতে পারতো এটিকে মোহনবাগান, তাহলে গোল সংখ্যা বাড়তো সবুজ মেরুন শিবিরের। অবশ্য জামশেদপুর আজকে গোল করতে পা্রতো কিন্তু শেষ অবধ তারা রেশ রাখতে পারেনি। কিন্তু গোল হজমের পর সবুজ মেরুন কোচের তৎপরতা দেখে মনে হচ্ছিলো তিনি জয় তুলে নেওয়ার জন্য বদ্ধপরিকর।

আরও পড়ুন: CAG team is coming: মিড-ডে-মিলের হিসেব-নিকেশ করতে রাজ্যে আসছে ক্যাগের টিম

কিন্তু কার্ল ম‍্যাঘেউ কে দ্বিতীয়ার্ধে তোলা হলো কেনো সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রতি ম‍্যাচে সবুজ-মেরুন সমর্থকরা বুঝতে পারে একটা বক্স স্ট্রাইকারের অভাবে ভোগান্তি হয়। বৃহস্পতিবার সেটা আরেকবার প্রকষ্ট হলো।জামশেদপুরের ইফতিখার এবং বরিস যদি ছন্দে থাকতো তাহলে সেটা সবুজ মেরুনর জন্যে খারাপ হতো।

আরও পড়ুন: Dilip Ghosh: গরুর দুধে সোনা পাওয়া দিলীপের কথায় ভ্যালেন্টাইন্স মানে বেলেল্লাপোনা

এই ম‍্যাচে পেত্রাতোস নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। পেত্রাতোস খেলার শেষের দিকে একটি গোল মুখি বল রাখলেও হ‍্যামিল সেটা কাজে লাগাতে পারেননি। নাহলে একটা নিশ্চিত গোল থেকে বঞ্চিত হলো সবুজ-মেরুন। আপাতত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সবূজ মেরুন শিবিরকে।