Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বইতে লেখা থাকবে ‍‘অপা’র দুর্নীতির কথা

সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) চাকরি প্রার্থীদের কাছে দেবতার দূত এবং আশার আলো। তাঁর আত্মজীবনীতে যোগ পাবে এই দুর্নীতির কথাও। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিচারপতি নিজে।

Abhijit Gangopadhyay book

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নির্দেশ নিয়ে চর্চা হয়েছে দেশজুড়ে। কখনও শিক্ষা দফতরের বিরুদ্ধে আবার কখনও তদন্তকারী সংস্থাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশে রেয়াত করেননি৷ গত কয়েকমাসে একটানা একাধিক সিবিআই অনুসন্ধানের নির্দেশে ঘুম উড়েছে দুর্নীতিগ্রস্তদের৷ সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) চাকরি প্রার্থীদের কাছে দেবতার দূত এবং আশার আলো। তাঁর আত্মজীবনীতে যোগ পাবে এই দুর্নীতির কথাও। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিচারপতি নিজে।

আরও পড়ুন: CAG team is coming: মিড-ডে-মিলের হিসেব-নিকেশ করতে রাজ্যে আসছে ক্যাগের টিম

বৃ্হস্পতিবার হঠাৎ বইমেলায় উপস্থিত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁকে উদ্দেশ্য করে সাংবাদিকদের প্রশ্ন, কী কী বই দেখলেন? বিচারপতি জানালেন, তিনি ঘুরে দেখেছেন। আরও কিছুটা ঘুরে দেখবেন আগামী কয়েকদিনে৷ এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কী আগামী দিনে কোনও বই লিখবেন? বিচারপতি বলেন, ইচ্ছে রয়েছে একটি স্মৃতিকথা লেখার৷ সেখানে কী দুর্নীতির প্রসঙ্গ থাকবে? বিচারপতির উত্তর, থাকবেই।

Abhijit Gangopadhyay
বৃ্হস্পতিবার হঠাৎ বইমেলায় উপস্থিত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁকে উদ্দেশ্য করে সাংবাদিকদের প্রশ্ন, কী কী বই দেখলেন?

তবে নিয়োগ দুর্নীতির সম্পর্কে বিশেষ একটা মুখ খুলতে দেখা গেল না তাঁকে। আগামী দিনে যোগ্যদের চাকরি নিয়েও অপেক্ষা করতে বললেন তিনি। তবে এদিন তিনি বললেন, পার্ক স্ট্রিটে বইমেলার আলাদা ঐতিহ্য ছিল৷ কলকাতা এখন ভুলে ভরা। তাই এখন উত্তর ২৪ পরগণায় হচ্ছে৷ চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ নিয়ে বলেন, এটা শুধুমাত্র আজ নয়। ভারতবর্ষে বেকারদের সমস্যা ছিল অনেক আগে থেকেই৷

আরও পড়ুন: Dilip Ghosh: গরুর দুধে সোনা পাওয়া দিলীপের কথায় ভ্যালেন্টাইন্স মানে বেলেল্লাপোনা

যদিও সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চার সঙ্গে নিজেকে বরাবর জড়িয়ে রাখেন বিচারপতি। কখনও নাটকের মঞ্চে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এজলাসে আলোচনা করেন। আবার কখনও বলিউডের হিট ছবি পাঠান দেখার ইচ্ছেপ্রকাশ করে খোশমেজাজে স্বল্প আড্ডাও সেরে নেন। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে নতুন বইয়ের আশা একেবারেই কল্পনার অতীত নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

আরও পড়ুন: Kolkata: কলকাতায় ফের কালো টাকা! গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধার

নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবারই গ্রুপ ডি পদে প্রায় তিন হাজার জনের চাকরি বাতিলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও একাধিক জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী দিনে আর কী কী পদক্ষেপ নেন বিচারপতি? নিজেই অপেক্ষায় রাখলেন জনগণকে।