ATK Mohun Bagan: বেঙ্গালুরু এফসিকে হারনোর ব‍্যাপারে আশাবাদী কার্ল ম‍্যাঘেউ

আগামী ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Carl McHugh

আগামী ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। একটা অসামান্য লড়াই যে দেখা যাবে এই ম‍্যাচে সেই কথা বলাই বাহুল‍্য। বেশ কিছু প্রাক্তন এটিকে মোহনবাগানে ফুটবলার এই ম‍্যাচে তাদের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামছে।

চলতি মরশুম শুরুর আগে রয় কৃষ্ণা, প্রবীর দাস এবং সন্দেশ ঝিঙ্গানকে ছেড়ে দিয়ে একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছিল এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। তাই এই মরশুমে আরেকবার বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সবুজ-মেরুন কোচ প্রমাণ করতে চাইবেন এই সকল ফুটবলারদের ছেড়ে তিনি কোনো ভুল করেননি। সেই নিরিখে এই ম‍্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর কাছে।

এই ম‍্যাচের আগে এটিকে মোহনবাগান তারকা কার্ল মাঘেউ বলেছেন তাদের দলের রক্ষণ ভাগ বেশ মজবুত।কারণ শেষ কয়েকটি ম‍্যাচে মোট মিলিয়ে তিনটি গোল হজম করেছে এটিকে মোহনবাগান।তার দাবী শুধুমাত্র আইএসএল নয়,বিশ্বের খুব কম দল আছে যাদের এমন নজির আছে।তাই গোলের সুযোগ গুলোকে কাজে লাগাতে পারলে এই ম‍্যাচ থেকেও জয় তুলে নেওয়ার ব‍্যাপারে ভীষণ আশাবাদী কার্ল ।

অবশ্য ফুটবল বিশেষজ্ঞ মহলের দাবি এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি দল বর্তমানে দারুণ ছন্দে আছেন।তাই এই ম‍্যাচ থেকে এটিকে মোহনবাগানের জয় তুলে নেওয়াটা খুব কঠিন একটা বিষয় হবে।বেঙ্গালুরু এফসির গোল করার মূল শক্তি রয়েছে তাদের উইং বিভাগে।দারুণ সচল এই দলের দুই উইং।সবুজ মেরুন যদি বেঙ্গালুরুর উইংয়ের সচলতাকে যদি রুখে দিতে পারে,এবং তাদের উইং যদি ভালো খেলে তাহলে জয় তুলে নিতে পারবে এই ম‍্যাচের থেকে।