ATK Mohun Bagan: এই তারকা ফুটবলারকে ছাড়ার ভাবনা সবুজ-মেরুনের

এবারের ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই একই ফর্ম সুপার কাপে ও ধরে রাখার পরিকল্পনা ছিল হুয়ান ফেরেন্দোর ছেলেদের।

Federico Gallego

এবারের ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই একই ফর্ম সুপার কাপে ও ধরে রাখার পরিকল্পনা ছিল হুয়ান ফেরেন্দোর ছেলেদের।

সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসি কে বড় ব্যবধানে হারালেও পরবর্তীতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে জামশেদপুর এফসি ও এফসি গোয়ার কাছে ধরাশায়ী হওয়ার দরুন টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। যা দেখে হতাশ ছিল আপামর সবুজ-মেরুন জনতা। যদিও ঠিক তারপরে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হায়দরাবাদ এফসি কে হারিয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বে স্থান পাকা করে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার লম্বা ছুটি। বলতে গেলে ভারতীয় ফুটবলের মরশুম শেষ।

তবে এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে আইএসএলের ক্লাব গুলি। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি, কেরালা এমনকি চেন্নাইনের তরফ থেকে একাধিক তারকা ফুটবলারদের পাঠানো হচ্ছে আকর্ষণীয় অফার। পিছিয়ে নেই সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান। শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য একজন দক্ষ ফরোয়ার্ড কে আনতে চাইছে বাগান শিবির।

এক্ষেত্রে সবার আগে উঠে আসছে অজি তারকা জেসন কামিন্সের নাম। তবে এসবের মাঝেই এবার খেলোয়াড় ছাটাইয়ের কথাও উঠে আসল বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তিনি উরুগুয়ান ফুটবলার ফেডরিকো গ্যালেগো। এবারের আইএসএল মরশুমে দলের এই অ্যাটাকিং মিডফিল্ডারের উপর যথেষ্ট ভরসা রেখেছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

এবার নাকি তাকেই ছাড়ার কথা ভাবছে দল। পূর্বে আইএসএল জয়ের সময় আগামী মরশুমের জন্য বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার তরফে। কিন্তু কাদের ছাড়া হবে সেই নিয়ে কিছু জানা যায়নি। তবে আজ সকালেই দল ছাড়ার কথা জানিয়ে দেন বাগান সমর্থকদের পছন্দের তারকা তিরি।

এবার শোনা যাচ্ছে গ্যালেগোর নাম। গত ২০১৯ সালে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে প্রথম আইএসএল খেলতে আসেন গ্যালেগো। পরবর্তীতে আমেরিকান লিগে খেলতে চলে যান তিনি। বছর খানেক পরে ফের ভারতে আসেন এই তারকা। যোগদান করেন সবুজ-মেরুনে। শোনা যাচ্ছে এবার তাকে ছাড়ার কথা ভাবছে দল।