Indian Railways: এখন থেকে ট্রেনে মিলবে খালি সিট, নয়া উদ্যোগ ভারতীয় রেলের!

ভারতে রেল (Indian Railways) ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হিসেবে মনে করা হয়। দেশে প্রতিদিন রেলের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

Indian Railways Introduces New Initiative: Empty Seats on Trains for a Comfortable Journey

ভারতে রেল (Indian Railways) ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হিসেবে মনে করা হয়। দেশে প্রতিদিন রেলের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। ভারতে ৭ হাজারের বেশি রেল স্টেশন রয়েছে, যেখান থেকে প্রায় দশ হাজারেরও বেশি ট্রেন যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছায়। তবে বেশিরভাগ সময় ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল সময়ে টিকিট না পাওয়া। অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রয়োজনের সময় ট্রেনের টিকিট না পাওয়া আসলেই বড় সমস্যা। কিন্তু কেন এই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে? ভারতে যাত্রী সংখ্যার তুলনায় ট্রেনের সংখ্যা অনেক কম। ফলে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকে। অনেকসময় দূরপাল্লার ট্রেনের টিকিট না পাওয়ায় নিজেদের যাত্রা স্থগিত রাখতে হয় যাত্রীদের।

   

এই সকল সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে যত দ্রুত সমাধান করার কথা ভাবা হচ্ছে। অনেক সময় ট্রেনে সিট পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

এবার যাত্রীরা যাতে আরও সহজে ট্রেনের টিকিট পেতে পারেন এবং খালি সিট আছে কি না জানতে পারেন তার জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় রেলের এই উদ্যোগের ফলে যাত্রীদের সময় বাঁচবে অনেক। নতুন এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এবার যাত্রীরা দেখতে পারবেন রিজার্ভেশন চার্ট। এইচার্ট দেখা যাবে অনলাইনে।

এতদিন পর্যন্ত কোনও সিট খালি আছে কিনা, এই তথ্য TTE-দের কাছে থাকায় সাধারণ যাত্রীরা তা জানতে পারতেন না। এবার অনলাইনে রিজার্ভেশন চার্ট দেওয়ার ফলে সেই চার্ট দেখে যাত্রীরা নিজেদের খালি সিট সম্পর্কে জেনে নিতে পারেন।

কিভাবে রিজার্ভেশন চার্ট দেখবেন?
অনলাইনে রিজার্ভেশন চার্ট দেখার জন্য প্রথমেই IRCTC অ্যাপ অথবা ওয়েবসাইটে লগইন করে নিন। তারপর সেখানে Chart Vacancy নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই, পেয়ে যাবেন আপনার ভ্রমণের বিবরণ অর্থাৎ ট্রেন নম্বর, যাত্রার তারিখ এবং বোর্ডিং স্টেশন ইত্যাদি। তারপর সেখানে ক্লাস এবং কোচ অনুযায়ী খালি সিট দেখিয়ে দেওয়া হবে। এর ফলে সহজেই খুঁজে পাওয়া যাবে কোচের খালি সিট। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন তার জন্য এই ব্যবস্থা।