ATK Mohun Bagan : খবরে সিলমোহর, বাগানে গেল ইস্টবেঙ্গলের ফুটবলার

সম্ভাবনা সত্যি হল। এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) যোগ দিলেন এসসি ইস্টবেঙ্গলে (East Bengal) খেলা ফুটবলার। মঙ্গলবার সন্ধ্যায় বাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে…

short-samachar

সম্ভাবনা সত্যি হল। এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) যোগ দিলেন এসসি ইস্টবেঙ্গলে (East Bengal) খেলা ফুটবলার। মঙ্গলবার সন্ধ্যায় বাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এই সই সংবাদ।

   

মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা জানিয়েছিলেন সম্ভাব্য এই দলবদলের কথা। সেই সম্ভাবনা সত্যি করে লাল হলুদ জার্সি ছেড়ে বাগান তাঁবুতে হামতে। এ বছরের ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আবিষ্কার তরুণ এই ফুটবলার। 

আরও পড়ুন: Sports News : তিন বছরের চুক্তিতে বাগানে গেল ইস্টবেঙ্গলের ফুটবলার

এটিকে মোহন বাগানের পক্ষ থেকে জানানো হয়েছে হামতের সঙ্গে চূড়ান্ত দুই বছরের চুক্তিতে। এটিকে মোহন বাগানের টুইট, “Presenting our first signing for the upcoming season, Lalrinliana Hnamte! The player signs a pre-contract for 2 years.”